শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় অস্ত্র ও ভারতীয় রুপিসহ এক ভারতীয় নাগরিক আটক

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় অস্ত্রসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কুলাউড়া উপজেলার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় এ নাগরিককে আটক করে রোববার রাতে কুলাউড়া থানায় হস্তান্তর করে।

আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের কৈলাশহর জেলার ল²ীপুর থানার টিলাগাঁও গ্রামের মৃত ওয়াদ উল্লার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেলে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক মো. আশিক আলী (৩৫) কে ভারতীয় অস্ত্র (এসডিবি, মডেল-৯৫ সিএল ৪.৫ এমএম (৭৭) এয়ারগান) ও ভারতীয় ১২ হাজার ৯ শত টাকার বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। রাত ৯টায় বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক আশিককে কুলাউড়া থানায় নিয়ে আসেন।

আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিককে শিকড়িয়া গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়