শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরখাস্ত না করলে ম্যানসিটিতেই থাকবেন কোচ পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকে গেছে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটি। রোববার রাতেও শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে দলটি।

এ মুহূর্তে লিভারপুল থেকে এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে দলটি। ২২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬১ আর ম্যানসিটির ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট। দলের এ অবস্থায় শিরোপার আশা না করে বরং চ্যাম্পিয়নস লিগে নিজেদের টিকিয়ে রাখার লক্ষ্য ঠিক করছে সিটি কোচ পেপ গার্দিওলা।

ম্যাচ শেষে পয়েন্ট খোয়ানো নিয়ে এ কোচ বলেন, ‘আমরা জয়ের জন্য সব চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত ড্র নিয়ে দুই পয়েন্ট খুইয়েছি।’ দলের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে আরো যোগ করেন, ‘সামনের চ্যাম্পিয়নস লিগে নিজেদের রাখতে সেরা চারের মধ্যে থাকতে হবে আমাদের। এখনো অনেক খেলা বাকি। আমাদের ধারাবাহিক ভাবে ভালো খেলতে হবে।’

গত মৌসুমে রেকর্ড পয়েন্ট নিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল গার্দিওয়ালার ম্যানসিটি। পুরো মৌসুমে ম্যাচ হেরেছে মাত্র ৪টি। অথচ এবার এখন পর্যন্ত হার দেখেছে ৫টি। এদিকে ২০২১ সালে ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ বার্সেলোনার সাবেক কোচের। ম্যানসিটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে নতুন কোনো ক্লাবে কি চুক্তিবদ্ধ হবেন গার্দিওয়ালা?

এমন প্রশ্নের জবাবে ৪৯ বছর বয়সী কোচ বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। দলের অবস্থা আরো খারাপ হলেও না। কোনো ম্যানেজার সবসময় জেতেনা। আমি এ খেলোয়াড়দের সঙ্গে কাজ করে আনন্দ পাচ্ছি। আমরা কিছু ম্যাচ হেরেছি। আর আমাদের এ জন্য কাজ করতে হবে। তবে আমি বলতে পারি, আমাকে ক্লাব বরখাসস্ত না করলে আমি কোথাও যাচ্ছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়