শিরোনাম
◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত জুড়ে মন্দা, ৩ মাসে ১১৬৪০ কোটির রেকর্ড মুনাফা রিলায়েন্সের

রাশিদ রিয়াজ : ৩১ ডিসেম্বরের শেষে রিলায়েন্সের বকেয়া ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়ে ৩০৬,৮৫১ কোটি রুপি। ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ২৮৭,৫০৫ কোটি ঋণ বকেয়া ছিল মুকেশ আম্বানির এ সংস্থা।

এই মুহূর্তে প্রবল আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। দেশের প্রায় প্রতিটি শিল্পক্ষেত্র ধুঁকছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও মুনাফার রেকর্ড গড়ল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সদ্য শেষ হওয়া ডিসেম্বর ত্রৈমাসিকে মুকেশ আম্বানির সংস্থার নিট মুনাফা দাঁড়িয়েছে ১১,৬৪০ কোটি। আগে কখনও একটি ত্রৈমাসিকে রিলায়েন্সের এত লাভ হয়নি। এ দিকে, ২০১৮-১৯ আর্থিক বছরের ডিসেম্বর ত্রৈমাসিকে ১০,২৫১ কোটি মুনাফা করেছিল আরআইএল। যার অর্থ, এক বছর আগের তৃতীয় ত্রৈমাসিকের নিরিখে সংস্থার মুনাফা বৃদ্ধি পেয়েছে ১৩.৫৫ শতাংশ।

শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের -এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৯-২০ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার আয়ের পরিমাণ ১.৬৯ লাখ কোটি। তার আগের আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় আয় কমেছে ১.৪ শতাংশ। এক বছর আগে এই সময়ে মুকেশ আম্বানীর সংস্থার আয় হয়েছিল ১.৭ লাখ কোটি। এর নেপথ্যে অর্ডার-টু-ক্যাশ ব্যবসা থেকে আয় ১০.৬ শতাংশ কমে যাওয়া মূল কারণ বলে উল্লেখ করেছে রিলায়েন্স। এ ছাড়া আন্তর্জাতিক প্রভাবের ফলে সংস্থার শক্তি ক্ষেত্র থেকেও সেভাবে ব্যবসা আসেনি।

ডিসেম্বর ত্রৈমাসিকে রিলায়েন্সের দুর্দান্ত ফলের পিছনে তাদের রিটেল এবং টেলিকম ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দুই ইউনিট থেকে সংস্থার রাজস্ব ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে রিটেল ব্যবসা থেকে সংস্থার ঘরে এসেছে ৪৫,৩২৭ কোটি। এক বছর আগের এই সময়ে যার পরিমাণ ছিল ৩৫,৫৭৭ কোটি। এক বছরে আয় বেড়েছে ২৭.৪ শতাংশ। একইভাবে ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে রিলায়েন্স জিও ইনফোকম থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে ২৮ শতাংশ। এইসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়