শিরোনাম
◈ দিল্লিতে কৃত্রিম বৃষ্টি উদ্যোগ ব্যর্থ: দূষণ কমানোর ক্লাউড সিডিং সফল হয়নি ◈ বাংলাদেশ-ভিয়েতনামের কাছে বাজার হারাচ্ছে ভারত, বস্ত্র খাত ঘুরে দাঁড়াতে প্রস্তুত হচ্ছে নতুন ব্যয় পরিকল্পনা ◈ ১৫ মাস ধরে বন্ধ মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস: ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ রেলওয়ে ◈ ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনায় পররাষ্ট্র উপদেষ্টা(ভিডিও) ◈ গাজা থেকে সিরিয়া, ইসরায়েলের নানা তৎপরতায় বাড়ছে উত্তেজনা ◈ বি‌শ্বের সব‌চে‌য়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান,  ৯২ বছরের পল বিয়া আবারও ক্যামেরুনের প্রেসিডেন্ট ◈ আল ই‌তিহা‌দের কা‌ছে হে‌রে  কিংস কাপ থে‌কে রোনাল‌দোর আল নাসরের বিদায় ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত 

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত জুড়ে মন্দা, ৩ মাসে ১১৬৪০ কোটির রেকর্ড মুনাফা রিলায়েন্সের

রাশিদ রিয়াজ : ৩১ ডিসেম্বরের শেষে রিলায়েন্সের বকেয়া ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়ে ৩০৬,৮৫১ কোটি রুপি। ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ২৮৭,৫০৫ কোটি ঋণ বকেয়া ছিল মুকেশ আম্বানির এ সংস্থা।

এই মুহূর্তে প্রবল আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। দেশের প্রায় প্রতিটি শিল্পক্ষেত্র ধুঁকছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও মুনাফার রেকর্ড গড়ল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সদ্য শেষ হওয়া ডিসেম্বর ত্রৈমাসিকে মুকেশ আম্বানির সংস্থার নিট মুনাফা দাঁড়িয়েছে ১১,৬৪০ কোটি। আগে কখনও একটি ত্রৈমাসিকে রিলায়েন্সের এত লাভ হয়নি। এ দিকে, ২০১৮-১৯ আর্থিক বছরের ডিসেম্বর ত্রৈমাসিকে ১০,২৫১ কোটি মুনাফা করেছিল আরআইএল। যার অর্থ, এক বছর আগের তৃতীয় ত্রৈমাসিকের নিরিখে সংস্থার মুনাফা বৃদ্ধি পেয়েছে ১৩.৫৫ শতাংশ।

শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের -এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৯-২০ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার আয়ের পরিমাণ ১.৬৯ লাখ কোটি। তার আগের আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় আয় কমেছে ১.৪ শতাংশ। এক বছর আগে এই সময়ে মুকেশ আম্বানীর সংস্থার আয় হয়েছিল ১.৭ লাখ কোটি। এর নেপথ্যে অর্ডার-টু-ক্যাশ ব্যবসা থেকে আয় ১০.৬ শতাংশ কমে যাওয়া মূল কারণ বলে উল্লেখ করেছে রিলায়েন্স। এ ছাড়া আন্তর্জাতিক প্রভাবের ফলে সংস্থার শক্তি ক্ষেত্র থেকেও সেভাবে ব্যবসা আসেনি।

ডিসেম্বর ত্রৈমাসিকে রিলায়েন্সের দুর্দান্ত ফলের পিছনে তাদের রিটেল এবং টেলিকম ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দুই ইউনিট থেকে সংস্থার রাজস্ব ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে রিটেল ব্যবসা থেকে সংস্থার ঘরে এসেছে ৪৫,৩২৭ কোটি। এক বছর আগের এই সময়ে যার পরিমাণ ছিল ৩৫,৫৭৭ কোটি। এক বছরে আয় বেড়েছে ২৭.৪ শতাংশ। একইভাবে ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে রিলায়েন্স জিও ইনফোকম থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে ২৮ শতাংশ। এইসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়