তোফাজ্জল লিটন : তিন দেশের তিন প্রবাসী বন্ধুকে সংবর্ধনা দিয়েছে তাদের হবিগন্জের বন্ধু ও সহপাঠিরা। আমেরিকা প্রবাসী মাহী উদ্দীন মান্না, পোল্যান্ডের আমিনূল চকদার সাকু ও ইংল্যান্ড প্রবাসী রঞ্জন দেবনাথ রাতুলকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
হবিগঞ্জ এসএসসি-২০০০ ব্যাচের এই তিক্রমধর্মী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে। তিন বন্ধুর দেশে আসা উপলক্ষে ৬৫জন সহপাঠি একত্রিত হয়েছিলেন। পুরনো বন্ধুদের নানান স্মৃতিচারনে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়েছিলো। প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম প্রবাসীদের বিনিয়োগের আহবান জানান।
পোল্যান্ড প্রবাসী আমিনুর চকদার সাকু বলেন, অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের নেতাদের কথা শুনে অনেক আশার সঞ্চার হয়েছে। হবিগঞ্জে ব্যাবসায় পরিবেশ থাকলে এবং সবার সহযোগীতা পেলে এখানে আমাদের ব্যাবসরার প্রসার করার পরিকল্পনা আছে।
আমেরিকা প্রবাসী মাহীউদ্দীন মান্না বলেন, দুস্হ ও অসহায়দের কল্যানে কাজ করতে চাই। জীবনের সুন্দর এবং শ্রেষ্ঠ সময় আমি কাটিয়েছি আমার এই বন্ধুদের সঙ্গে। তাঁরা যে ভাবে আমাদের সম্মানিত করেছে সেই শান্তি নিয়ে আবার প্রবাসে ফিরে যাবো। তবে সবসময় মন পড়ে থাকে দেশে।
যুক্তরাজ্য প্রবাসী রঞ্জন দেবনাথ রাতুল বলেন, বন্ধুদের এই ভালোবাসা আমার সারা জীবনের একটি অসাধারণ স্মুতি হয়ে থাকবে।
দ্রুব জ্যোতি দাশ টিটুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন -এডভোকেট গুলজার খান,এডভোকেট কুতুব উদ্দীন জুয়েল,সফিকুর রহমান সিতু,আরিফে রাব্বানী টিটু,এডভোকেট মাহফুজ চৌধুরী।