শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী বন্ধুদের সংবর্ধনা দিলেন দেশের বন্ধুরা

তোফাজ্জল লিটন : তিন দেশের তিন প্রবাসী বন্ধুকে সংবর্ধনা দিয়েছে তাদের হবিগন্জের বন্ধু ও সহপাঠিরা। আমেরিকা প্রবাসী মাহী উদ্দীন মান্না, পোল্যান্ডের আমিনূল চকদার সাকু ও ইংল্যান্ড প্রবাসী রঞ্জন দেবনাথ রাতুলকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।

হবিগঞ্জ এসএসসি-২০০০ ব্যাচের এই তিক্রমধর্মী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে। তিন বন্ধুর দেশে আসা উপলক্ষে ৬৫জন সহপাঠি একত্রিত হয়েছিলেন। পুরনো বন্ধুদের নানান স্মৃতিচারনে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়েছিলো। প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম প্রবাসীদের বিনিয়োগের আহবান জানান।

পোল্যান্ড প্রবাসী আমিনুর চকদার সাকু বলেন, অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের নেতাদের কথা শুনে অনেক আশার সঞ্চার হয়েছে। হবিগঞ্জে ব্যাবসায় পরিবেশ থাকলে এবং সবার সহযোগীতা পেলে এখানে আমাদের ব্যাবসরার প্রসার করার পরিকল্পনা আছে।

আমেরিকা প্রবাসী মাহীউদ্দীন মান্না বলেন, দুস্হ ও অসহায়দের কল্যানে কাজ করতে চাই। জীবনের সুন্দর এবং শ্রেষ্ঠ সময় আমি কাটিয়েছি আমার এই বন্ধুদের সঙ্গে। তাঁরা যে ভাবে আমাদের সম্মানিত করেছে সেই শান্তি নিয়ে আবার প্রবাসে ফিরে যাবো। তবে সবসময় মন পড়ে থাকে দেশে।

যুক্তরাজ্য প্রবাসী রঞ্জন দেবনাথ রাতুল বলেন, বন্ধুদের এই ভালোবাসা আমার সারা জীবনের একটি অসাধারণ স্মুতি হয়ে থাকবে।

দ্রুব জ্যোতি দাশ টিটুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন -এডভোকেট গুলজার খান,এডভোকেট কুতুব উদ্দীন জুয়েল,সফিকুর রহমান সিতু,আরিফে রাব্বানী টিটু,এডভোকেট মাহফুজ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়