শিরোনাম
◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ জানুয়ারি ফাঁসি নাও হতে পারে নির্ভয়ার ৪ ধর্ষকের, পেছানোর আবেদন করলো দিল্লি সরকার

আসিফুজ্জামান পৃথিল : আদালতে দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো, আইনের সমস্ত বিকল্প শেষ হওয়া এবং প্রাণভিক্ষার আবেদন প্রেসিডেন্ট খারিজ করার পরেও ফাঁসির আগে ১৪ দিন সময় দিতে হয়। তাই নিম্ন আদালতের নির্দেশ মতো ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর করা সম্ভব নয়। নিউজ ১৮

দুই সাজাপ্রাপ্ত আসামি ভারতের সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) দায়ের করেছিল। মঙ্গলবার সেই আবেদন খারিজ হওয়ার প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় মুকেশ। তার পর মৃত্যু পরোয়ানা রদের আবেদন নিয়ে দ্বারস্থ হয় দিল্লি হাইকোর্টের। তার আইনজীবীদের যুক্তি ছিল, প্রেসিডেন্ট প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করতে পারেন। তাই আগেভাগে মৃত্যু পরোয়ানা জারি করা বেআইনি।

বুধবার সেই মামলার শুনানিতে দিল্লি সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, জেল ম্যানুয়াল অনুযায়ী প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মৃত্যু পরোয়ানা কার্যকর করতে পারে না সরকার। আবার প্রাণভিক্ষার আবেদন খারিজ হলেও তার পর ১৪ দিন সময় দিতে হয়।

সরকারের পক্ষে আইনজীবী রাহুল মেহরা আদালতে জানান, মুকেশ রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিলো। সেই আবেদন খারিজ করে উপরাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। এ বার উপ রাজ্যপাল সেই আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাঠাবে প্রেসিডেন্টের কাছে।

মুকেশের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, মৃত্যু পরোয়ানা জারির মধ্যে কোনও ভুল নেই। এখন এ নিয়ে কোনও আপত্তি থাকলে বা পদ্ধতিগত ত্রুটি থাকলে তার জন্য নিম্ন আদালতেই যেতে হবে আবেদনকারীকে। সেখানেই প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি আদালতকে জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়