আসিফুজ্জামান পৃথিল : পুরো অস্ট্রেলিয়া যখন দাবানলে পুড়ছে, নিউ সাউথ ওয়েলস এর ছোট্ট শহর মুরাওয়ান্ডি অন্য একটি ভয়াবহ সমস্যা মোকাবেলা করছে। অতিরিক্ত খরার কারণে শহরটি একেবারেই পানিশূন্য। সিএনএন
কৃষি নির্ভর শহরটির আশেপাশের এলাকার একরের পর একর কৃষিজমি শুষ্ক অবস্থায় পরে আছে। শুস্কতার করণে এই এলাকায় কোনও সময় আগুন লেগে যেতে পারে। তবে শহরটিতে প্রচুর বিয়ার মজুদ আছে। পানির বদলে তাইই পান করছেন স্থানীয়রা।
জলবায়ু পরিবর্তনের কারণে এবার ভয়াবহ এক গ্রীষ্মের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। দেশটির আবহাওয়া ব্যুরো বলছে, ‘জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়া এবং সমগ্র বিশ^ বড় ধরণের বিপদের সামনে পরে গেছে।’
দাবানলের কারণেও বাড়ছে উষ্ণতা। গ্রীস্ম মৌসুমও তুলনামূলক দীর্ঘ হয়ে গেছে। গত ৩ বছর ধরে প্রতিবছরই নিউ সাউথ ওয়েলসে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫ ইঞ্চির কম ছিলো।
মুরাওয়ান্ডিতে বৃষ্টির পরিমাণ আরও কম। শহরটির মধ্য দিয়ে প্রবাহিত নদীটিও শুকিয়ে গেছে। প্রতি বছর অন্য শহর থেকে ১০ থেকে ২০ ট্রাক পানি নিয়ে আসা হচ্ছে। যদি ট্রাকে করে পানি আনা বন্ধ করা হয়, শহরটি ৩ দিনের মধ্যে একেবারেই শুকিয়ে যাবে।
শহরটি একসময় ঘোড়দৌড়ের জন্য বিখ্যাত ছিলো। কিন্তু পানির অভাবে ঘোড়াগুলো রুগ্ন হয়ে গেছে। ফলে দৌঁড় বন্ধ হয়ে গেছে। ঘোড়ার কষ্ট কমাতে অনেকেই গুলি করে প্রিয় প্রাণীগুলোকে হত্যা করছেন।