শিরোনাম
◈ এনসিপিতে যেতে পদ নিয়ে দেনদরবারে মাহফুজ ও আসিফ, বিএনপি জোটের প্রার্থী হতে গণঅধিকারে যাওয়ার গুঞ্জন ◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে হেনস্তা ডাকসু নেতার, ধাওয়া করার ভিডিও ভাইরাল ◈ একাত্তর আমাদের শেকড় এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব বিদ্যালয়ে ‘স্কুল মিল’ চালু করা হবে- গণশিক্ষা প্রতিমন্ত্রী

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, ক্লাসে ছাত্র-ছাত্রী ধরে রাখা এবং শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের দুপুরের খাবার দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।

মঙ্গলবার দুপুরে দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় স্কুল মিল নীতিমালা-২০১৯ এর খসড়ার অনুমোদন হয়েছে। এ নীতিমালা অনুমোদনের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে। ২০২৩ সালের মধ্যে সারাদেশের স্কুলগুলো এ কর্মসূচির আওতায় আসবে।

এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, চর রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ানম্যান আকবর হোসেন হিরো প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়