শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় ব্যবসায়ী হত্যা নিয়ে ধুম্রজাল

টিটু,চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :  কুমিল্লার চান্দিনায় মোঃ নাছির উদ্দিন (২৬) নামের এক ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন না হলেও নিহতের বাবার সন্দেহ টাকার জন্যই খুন হয় তার ছেলে। অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন নিহতের পিতা রবিউল্লাহ। এদিকে হত্যার ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশের তিন ইউনিট।

রোববার (১২ জানুয়ারী) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা এলাকায় চা দোকানদার নাছিরকে হত্যার পর সোমবার ( ১৩ জানুয়ারী) সকালে মহাসড়ক থেকে নিহতের দেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। পরে ঘটনা স্থলে আসে হাইওয়ে পুলিশ, চান্দিনা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ এবং সিআইডি পুলিশের টিম। ঘটনাস্থল থেকে নিহতের রক্তমাখা চাদর ও দোকানে পরে থাকা রক্ত নিয়ে যায় সিআইডি পুলিশের ক্রাইমসিন ম্যানেজমেন্ট ইউনিট।

প্রসঙ্গত, রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাওতলা আলিম মাদ্রাসা সংলগ্ন একটি মার্কেটে নৈশ প্রহরীর কাজ করত নাওতলা গ্রামের রবিউল্লাহ। ওই মার্কেটে চা দোকানের ব্যবসা করত রবিউল্লাহর ছেলে নাছির উদ্দিন। রোববার রাতে রবিউল্লাহ শারীরিক অসুস্থতার কারণে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে ছেলে নাছির উদ্দিন। রাতের কোন এক সময়ে হত্যাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ মহাসড়কে ফেলে দেয়। রাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মহাসড়কের দেড় কিলোমিটার জুড়ে মরদেহের বিচ্ছিন্ন অংশ পরে থাকে। সকালে দেহের অংশ বিশেষ উদ্ধার করে পুলিশ।
হত্যার একদিন পর ১৪ জানুয়ারী রাত পর্যন্ত হত্যার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়