শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসান হচ্ছে নাটকের, তিন দফায় পাকিস্তানে সিরিজ খেলবে বাংলাদেশ

এল আর বাদল : বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আর জল ঘোলা হবে না। সব সমস্যার সমাধান হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসির মধ্যস্থতায়। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান রওনা হবে মাহমুদউল্লাহ-তামিমরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২৪ জানুয়ারি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

তারা বলেছে, পাকিস্তান সফর নিয়ে সমঝোতা হয়েছে বিসিবি এবং পিসিবির মধ্যে। দেশটিতে টি-২০’র পাশাপাশি টেস্ট সিরিজও খেলতে সম্মত হয়েছে বিসিবি। সঙ্গে বাড়তি একটি ওয়ানডেও খেলবে টাইগাররা।

এদিকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের পাকিস্তান সফর হবে তিন ধাপে। ২৪, ২৫, ২৭ জানুয়ারি তিনটি টি-২০ হবে লাহোরে। ৩ এপ্রিল করাচীতে একটি ওয়ানডে ম্যাচ হবে দু’দলের মধ্যে। ৭-১১ জানুয়ারি প্রথম টেস্ট রাওলপিন্ডিতে। দ্বিতীয় টেস্ট ২ থেকে ৯ এপ্রিল করাচীতে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে দীর্ঘদিন ধরে অপরগতা জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলো তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তানের মাঠে।

টেস্ট সিরিজের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা জানায় পিসিবিকে। বিসিবির এই প্রস্তাবে রাজি হয়নি পিসিবি। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই বোর্ডের মধ্যে কথা চালাচালি হয়েছে। শেষ পর্যন্ত আইসিসির সধ্যস্থতায় সমাধান হলো সমস্যার। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়