রাকিব উদ্দীন : সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপে নাটকীয় ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নিলো রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের নতুন নিয়ম চালু হওয়ার কারণেই খেলতে পেরেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়মের পেছনে মূলত প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক লাভ। আর সৌদি আরবে আয়োজিত স্প্যানিশ সুপার কাপ জয়ে এবার রিয়াল মাদ্রিদ পকেটে পুরেছে ১১৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি অর্থ।
প্রথমবারের মতো স্পেনের বাইরে অর্থাৎ সৌদি আরবে এই টুর্নামেন্ট আয়োজনের কারণে সুপার কাপের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ প্রাইজমানি ঘোষণা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলস্বরূপ বড় ধরনের প্রাইজমানির মালিক হয়েছে লস ব্লাঙ্কোসরা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত স্প্যানিশ সুপার কাপ আর উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদের আয় হয়েছে ৪৭ মিলিয়ন ইউরো। যার মধ্যে ১২ মিলিয়ন এসেছে সুপার কাপ জয়ের কারণে। আর বাকী ৩৫ মিলিয়ন এসেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশ গ্রহণের কারণে রিয়াল মাদ্রিদ পেয়েছে ১৫ মিলিয়ন, ১০ মিলিয়ন ইউরো এসেছে রাউন্ড অব-১৬তে জায়গা করে নেওয়ায়। আর বাকী ১০ মিলিয়ন ইউরো এসেছে গ্রুপ পর্বে তিন জয় আর দুই ড্র'য়ের কারণে।
সুপার কাপের শিরোপা জয়ে ক্লাব যেমন লাভবান হয়েছে ঠিক তেমনই লাভের মুখ দেখেছে রিয়ালের খেলোয়াড়রাও। সুপার কাপের শিরোপা জেতায় রিয়ালের প্রত্যেক ফুটবলার ১ লাখ ৫০ হাজার ইউরো করে বোনাস পাচ্ছেন।