শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত জানিয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান। বর্তমান কোচ, বোর্ড পরিচালক ও অধিনায়কের সঙ্গে কথা হয়েছে বলেও জানান ডি ভিলিয়ার্স।

তিনি বলেন, ‘কোনো কিছু বাস্তব হওয়ার আগে অনেক কিছুই আয়োজনের দরকার হয়। আমি আবারো ফিরতে পছন্দ করতাম। আমি বাউচার, গ্রায়েম স্মিথ, ফাফ ডু প্লেসিসের সাথে কথা বলেছি, আমরা সবাই এটাকে বাস্তব করতে চাই।’

সেরা ফর্ম ধরে রেখেই দলে ফিরতে চান তিনি, ‘এখনো অনেক কিছুর বাকি আছে। সামনে আইপিএল আসছে, সেই সময়েও আমাকে এরকম ফর্মে থাকতে হবে। আমি আমার নামটা আবারো দিতে চাই এবং কী ঘটে তার জন্য অপেক্ষা করব।’

সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ফেরা এখনো শতভাগ নিশ্চিত না হলেও সম্ভাবনা প্রবল, ‘আবারো বলছি, এটা এখনো নিশ্চিত নয়। আমি নিজেকে বা অন্য কাউকেই বিব্রত করতে চাই না। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখছি। যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছি। দেখা যাক, বছর শেষে পরিস্থিতি কোন জায়গায় থাকে।’

ব্যাপারটা যে খুব সহজও না সেটাও মানছেন ‘দলে অনেক খেলোয়াড় আছে যাদের সাথে আমি বহুদিন ধরে খেলে আসছি। তাই তাদের সাথে যোগাযোগ করা, আবারো মানিয়ে চলা খুব কঠিন হবে না। তবে তার মানে এই নয় যে, সব সাজানো- গোছানো খুব সুন্দর হবে!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়