শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত জানিয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান। বর্তমান কোচ, বোর্ড পরিচালক ও অধিনায়কের সঙ্গে কথা হয়েছে বলেও জানান ডি ভিলিয়ার্স।

তিনি বলেন, ‘কোনো কিছু বাস্তব হওয়ার আগে অনেক কিছুই আয়োজনের দরকার হয়। আমি আবারো ফিরতে পছন্দ করতাম। আমি বাউচার, গ্রায়েম স্মিথ, ফাফ ডু প্লেসিসের সাথে কথা বলেছি, আমরা সবাই এটাকে বাস্তব করতে চাই।’

সেরা ফর্ম ধরে রেখেই দলে ফিরতে চান তিনি, ‘এখনো অনেক কিছুর বাকি আছে। সামনে আইপিএল আসছে, সেই সময়েও আমাকে এরকম ফর্মে থাকতে হবে। আমি আমার নামটা আবারো দিতে চাই এবং কী ঘটে তার জন্য অপেক্ষা করব।’

সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ফেরা এখনো শতভাগ নিশ্চিত না হলেও সম্ভাবনা প্রবল, ‘আবারো বলছি, এটা এখনো নিশ্চিত নয়। আমি নিজেকে বা অন্য কাউকেই বিব্রত করতে চাই না। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখছি। যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছি। দেখা যাক, বছর শেষে পরিস্থিতি কোন জায়গায় থাকে।’

ব্যাপারটা যে খুব সহজও না সেটাও মানছেন ‘দলে অনেক খেলোয়াড় আছে যাদের সাথে আমি বহুদিন ধরে খেলে আসছি। তাই তাদের সাথে যোগাযোগ করা, আবারো মানিয়ে চলা খুব কঠিন হবে না। তবে তার মানে এই নয় যে, সব সাজানো- গোছানো খুব সুন্দর হবে!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়