ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরের দিকে গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, অভিযানে ডাকাতির প্রস্তুতি, মাদক ও নিয়মিত মামলায় ওয়ারেন্টভুক্ত, মোবাইলকোর্ট এবং নন-এফআইআর মামলায় মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা:জেরিন