সাইদ রিপন: বৃহস্পতবিার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্র্ত্তী।বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা টরকেলশন। স্বাগত বক্তব্য রাখেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদার।
পরিকল্পনামন্ত্রী বলেন, কোন জায়গায় যেন বাড়তি খরচ না হয়।এক টাকা দিয়ে পারলে দুই টাকা খরচ করবেন না। পাশাপাশি সময়মত যেন নির্ভুল কাজ করা যায় সেদিকে নজর রাখবেন। মনে রাখবেন বিবিএসের এ কাজের সাথে সরকারের সুনাম জড়িত। আমরা চাই কতজন মানুষ দেশে আছে তার সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডুয়িং বিজনেস প্রতিবেদনে আমরা আরও অনেক এগিয়ে যেতে পারতাম। যদি আপডেট তথ্য দেয়া যেত। জনশুমারির মাঠ পর্যায়ে যারা কাজ করবেন তাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। যাতে তারা সঠিক তথ্য তুলে নিয়ে আসতে পারেন।
ড. আহমেদ কায়কাউস বলেন, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কমেছে। দেশের অত্যন্ত টেকনিক্যাল ও পেশাদারী প্রতিষ্ঠান বিবিএস। যখন বিশ্বব্যাংক তথ্য দেয় তখন আমরা খুশি হই, বিশ্বাস করি।কিন্তু এটা অনেকেই জানেন না যে এসব তথ্য বিবিএস থেকেই নেয়া হয়।
তিনি বলেন, গত জনশুমারি প্রশ্নবিদ্ধ ছিল। আমার বাসায়ই কেউ যায়নি। এবার যেন এরকম প্রশ্নের সৃষ্টি না হয়।