মুসফিরাহ হাবীব : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কাণ্ডের প্রতিবাদে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সশরীরে ক্যাম্পাসে হাজির হয়ে যে সাহস দেখিয়েছেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।
বার্তা সংস্থা পিটিআিই জানায়, বুধবার নিজের ব্যক্তিগত ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এক ট্যুইটে দীপিকার প্রসংশা করেন গফুর। তবে কিছুক্ষণের মধ্যেই সে ট্যুইট পরে ডিলিট করে দেন তিনি। ট্যুইটটিতে 'যুবসমাজ এবং সত্যের পাশে দাঁড়ানোর জন্য' দীপিকার প্রশংসা করেছিলেন পাক সেনাবাহিনীর শীর্ষ এই কর্তা।
লিখেছিলেন, 'আপনি যে একজন সাহসী মানুষ, তা এমন কঠিন সময়ে আপনার পদক্ষেপেই প্রমাণিত হল। যে কারণে আপনি সবার শ্রদ্ধা আদায় করে নিয়েছেন। সবকিছুর ওপরে মানবিকতা দীপিকাপাড়ুকোন|’ জেএনইউতে পড়ুয়াদের সঙ্গে অভিনেত্রীর কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন তিনি।
তবে দীপিকার প্রশংসা করার পরে ট্যুইট মুছে ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে আসিফ গফুরকে।