শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল রাজকীয় দায়িত্ব ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান, আহত হয়েছে রাজপরিবার, জানালো বাকিংহাম প্যালেস

আসিফুজ্জামান পৃথিল, শাহনাজ বেগম : এই চরম সিদ্ধান্ত নেয়ার আগে পরিবারের কোনও জেষ্ঠ্য সদস্যের সঙ্গে আলোচনা করেননি এই রাজকীয় দম্পতি। বিবিসির রয়্যাল করসপন্ডেন্ট জনি ডায়মন্ড জানিয়েছেন, এই বিষয়ে বাকিংহাম প্যালেসকে সম্পূর্ন অন্ধকারে রাখা হয়েছিলো। বিবিসি, সিএনএন, ডেইলি মেইল

বাকিংহাম ব্যালেস এই বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর বলে উল্লেখ করেছে।

নিজেদের বিবৃতিতে হ্যারি ও মেগান বলেছেন, বহু মাস ধরে পারস্পরিক আলোচনার পরে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা জানান, এখন থেকে ভাগ করে যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায় সময় কাটাবেন তারা। বিবৃতিতে তারা বলেন, ‘মহামান্য রানী, কমনওয়েলথ এবং প্রজাদের সেবা করতে পারাটা ছিলো অত্যন্ত সম্মানের।’

‘আমারা দুই মহাদেশ মিলিয়ে থাকবো। এই ভৌগলিক ভারসাম্য আমাদের সন্তানের বেড়ে উঠায় সহায়ক হবে। সেই একই সঙ্গে পাবে রাজকীয় ঐতিহ্য, আবার পাবে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ।’

এই জুটি সাসেক্স রয়্যাল চ্যারেটি নামের একটি দাতব্য চালুর প্রস্তুতি নিয়েছেন। তবে এই দাতব্যের কার্যক্রম যুক্তরাজ্যের চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্র ও আফ্রিকা নির্ভর হবে।

এই জুটি যুক্তরাষ্ট্রে থাকার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো। মেগান মার্কেলযুক্তরাষ্ট্রে জন্মেছেন। ট্যাবলয়েডগুলো বলছে স্ত্রীর উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন ব্রিটিশ রাজপুত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়