শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ইভিএম প্রদর্শনী

রাজু চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে ‘ইভিএম’ প্রদর্শনী। সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত।

এ আসনে শহর অংশে চান্দগাঁও নির্বাচনী এলাকায় ১৫টি স্থান এবং পাঁচলাইশ এলাকার ১০টি স্থান ও বোয়ালখালি অংশে ১৮টি স্থানে ইভিএম প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ বিষয়ে পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দিতেই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এছাড়া ভোটারদের ভোটদানের সুবিধার্থে মক ভোটিংয়ের ব্যবস্থা করা হবে।

ইভিএম প্রদর্শনের স্থানগুলো হলো:বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়, কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় ও পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়, আকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাওলা উচ্চ বিদ্যালয়, চরণদ্বীপ ইউনিয়নের আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহলা সাধারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানুনগোপাড়া কাশি মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ধোরলা কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইব্রাহীম নূর উচ্চ বিদ্যালয়, মধ্যম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজিদিয়া সিনিয়র মাদ্রাসা, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া সিটি করপোরেশনের ৩নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে, নয়ার হাট মোড়, হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু এভিনিউ অক্সিজেন মোড়, কামরাবাদ বনানী আবাসিকের সামনে, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোড়, পুরাতন চান্দগাঁও থানার সামনে, আল আমিন বারিয়া ফাজিল মাদ্রাসা, আল হুমায়রা মহিলা ফাজিল মাদ্রাসা, ৫নম্বর মোহরা ওয়ার্ডের কাপ্তাই রাস্তার মাথা, ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, মোহরা রাজাখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জা ইস্পাহানি স্মৃতি বিদ্যালয় ও মুসলিম তরুণ সংঘ, ওসমানিয়া ব্রিজ সংলগ্ন, ইউনেস্কো ফ্যাক্টরি, ৬নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে বি আমান আলী রোড সংলগ্ন পূর্ব বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ নম্বর ওয়ার্ডের বিবিরহাট ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, আমিন কলোনি ফুটবল খেলার মাঠ, রৌফাবাদ কলোনি ও মোহাম্মদ নগর চত্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়