শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে দুইহাজারের বেশি শিশু মানসিক রোগে আক্রান্ত

দেবদুলাল মুন্না: ১০ বছরের মেয়ে আরিফা। গত মাস থেকে মেয়েটি কেবল দুঃস্বপ্নই দেখে। রাতে ঘুমালে পরপরই ঘুম ভেঙে গেলে চিৎকার করে উঠে। তার বাবা আবদুল মজিদ মির এ কথা জানান সাউথ এশিয়ান মনিটরকে। আরিফার এক স্বজন জানান, আরিফা সেনাবাহিনীর এনকাউন্টারে তার ছোট ভাই মারা যাচ্ছে এমন দু:স্বপ্ন দেখে শুধু। আরিফার এক চিকিৎসক জানান, প্রায় দুইহাজারের বেশি শিশু মানসিক সমস্যার চিকিৎসা নিচ্ছে।

আজকাল পত্রিকা জানায়, কাশ্মীরের শিশু রোগ বিশেষজ্ঞ মোস্তাক মারগুব এক গবেষণাপত্রে বলেছেন, গত এক বছরে তিনি ১৬ বছরের কম বয়সী যত শিশুকে দেখেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি শিশু আক্রান্ত রয়েছে ‘ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে (২২.৬৯ ভাগ)। এরপর সবচেয়ে বেশিসংখ্যক শিশু আক্রান্ত রয়েছে মেন্টাল রেটার্ডে (১৭.৬৪ ভাগ)। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ৮.৪ ভাগ, আর নিউরোটিক ডিসঅর্ডারে ভুগছে ৪.২ ভাগ। আর গবেষণায় একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো, ২.৫২ ভাগ ক্ষেত্রে রোগী পোস্ট-ট্রামেটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে।

দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামার বাসিন্দা আরিফারা। এ গ্রামের বেশির ভাগ শিশুই বাড়ির বাইরে যেতে চায় না। আকাশের দিকে তাকাতে ভয় পায়। তারা মনে করে আকাশের দিকে তাকালেই যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ হবে। ফলে ঘরের বাইরেই বের হতে চায় না। সবসময় ভীতি নিয়ে অভিভাবকদের কাছে জানতে চায় ‘আমরা মরে যাবো নাতো’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়