জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিলাফী আক্তার (জান্নাতী) নামে এক স্কুল ছাত্রীর মাথা ন্যাড়া করে দেয়া মামলায় মা ও ফুফুকে শনিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১ জানুয়ারি দুপুরে উপজেলার খোট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই মেয়ে বগুড়ার একটি প্রাইভেট স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে গত ৩১ ডিসেম্বর তাকে তার ফুফাতো বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন তার মা। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় ঘরের খাটের সঙ্গে শেকল দিয়ে বেঁধে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়। তখন থেকেই সে বাড়ি ছেড়ে তার ফুফাতো বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিল।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, স্কুল ছাত্রীর মাথা ন্যাড়া করার মামলায় ৫ আসামির মধ্যে মা ও ফুফুকে গ্রেফতার করা হয়েছে। বাঁকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। সম্পাদনা : তন্নীমা আক্তার