হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফারুক হোসেন, আব্দুল আলিম, গুলজার, মিলন আলী, ফরিদা বেগম, শেফালি বেগম, হাবিল, ইসমাইল, আশরাফুল। এদের সকলের বাড়ি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।
হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টহল দল রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় ৩৯ বোতল ফেনসিডিল, ৩ গ্রাম হেরোইন, ১২৫পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ ৯জনকে আটক করা হয়।
পরে এদের মধ্যে ২জনকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে বাকীদের বিরুদ্ধে মামলা দায়ের র্প্বূক সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন