দেবদুলাল মুন্না : হলিউড অভিনেত্রী ডেমি মুর ‘ইনসাইড আউট' বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। তার এ বইকে নিয়ে রিভিউ করেছে এ সপ্তাহে বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিন। ইউএস টিভির টিভি শো ‘গুড মর্নিং আমেরিকা' গত শনিবার অতিথি হয়ে এসেছিলেন ডেমি মুর। তিনি জানান, তার বইতে লিখেছেন তার মায়ের জ্ঞাতসারে ধর্ষিত হন। একদিন বাড়ি ফিরে তিনি দেখেন তাদের অ্যাপার্টমেন্টে এক বয়স্ক মানুষ তার অপেক্ষায় রয়েছেন। অ্যাপার্টমেন্টের চাবি খুলে ঢুকে পড়েছিলেন তিনি। ওই লোকটি তাকে জানান, তার মা ৫০০ ডলারের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছেন।
ওই স্মৃতিকথায় ডেমি মুর লিখেছেন, কীভাবে অ্যালকোহলের আসক্তি ও মানসিক সমস্যার সঙ্গে লড়তে হয়েছিল তাকে। তিনি জানান, তার বয়স যখন ১২, তখন তার মা আত্মহত্যার চেষ্টা করেন। ওই মুহূর্তকে জীবনের মোড় ঘোরানো মুহূর্ত বলে মনে করেন তিনি। তিনি এও বলেন, যেদিন তিনি জানতে পারেন যে মানুষটিকে তিনি বাবা বলে জানেন, তিনি আদৌ তার জন্মদাতা নন, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ডেমি মুর ওই স্মৃতিকথায় জানান, মাত্র ষোলো বছর বয়সে পৌছানোর আগেই তার দু’বার গর্ভপাতও হয়েছিল। বইটি তিনি উৎসর্গ করেছেন তার মা ও তিন কন্যাকে।