শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল-আকসায় ২৪০ জনের ইসলাম গ্রহণ

জেবা আফরোজ: ইসলামফোবিয়ার ধারাবাহিক উত্থান ও মুসলমানদের পারিপার্শ্বিক অবস্থা উন্নতির অবনতি দেখা গেছে বিগত বছরটিতে; কাশ্মীর সংকট, রোহিঙ্গা ইস্যুসহ মুসলিমদের জন্য চরম হতাশার বছর ছিল ২০১৯ সাল। জাগো নিউজ ২৪

তবে ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়,আড়ালে তার সূর্য হাসে’ এরূপ কথাগুলি যে একেবারে অমূলক নয়; মুসলমানদের জন্য তা আবার সত্য প্রমাণিত হয়েছে, ভয় দুর্দশা ও চরম হতাশার মাঝে মুসলিম উম্মাহর জন্য ‘আড়ালের সূর্য’ একটি সুখবর দিয়েছে ফিলিস্তিন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল কুদস ও শাবাকাতুল কুদস আল ইখবারিয়্যাহ।

ফিলিস্তিন ও জেরুজালেমে ইসরাইলি বাহিনীর চরম অত্যাচার-নির্যাতন ইসলাম গ্রহণের অব্যাহত ধারাকে রুখতে পারেনি। ২০১৯ সালে আল-আকসায় ইসলাম গ্রহণ করেছেন ২৪০ জন সৌভাগ্যবান ব্যক্তি।

২০১৯ সাল মুসলিম উম্মাহর জন্য চরম দুঃখ বেদনার বছর। বছরজুড়ে বিশ্বের নানা প্রান্তে মুসলিমরা ছিল অত্যাচার-নির্যাতনের লক্ষ্যবস্তু। বছরের তুলনায় উন্নতির চেয়ে মুসলিমদের অবস্থান অবনতির দিকে। রাখাইনের রোহিঙ্গা নির্যাতন, জম্মু-কাশ্মীরের অধিকার হরণ, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা, নরওয়েতে কুরআনের ওপর আক্রমণসহ ২০১৯ সালে ভারতে শুরু হওয়া মুসলিম বিরোধী পরিকল্পনা।

মুসলমানরা বেদনা ও হতাশায় বছর পার করলে কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটি তাদের জন্য যথার্থ। কবির ভাষায়, ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে’। কবিতার কথাগুলো মুসলমানদের জন্য সত্য প্রমাণিত হয়েছে। মুসলমানদের জন্য ভয়, হতাশা ও দুর্দশার ‘আড়ালে সূর্য হাসে’-এর মতো দারুণ খবর দিয়েছে ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম আল কুদস।

নির্যাতিত ফিলিস্তিন ও জেরুজালেমের আল-আকসায় ২০১৯ সালে পবিত্র ধর্ম ইসরাল গ্রহণ করেছেন ২৪০ জন সৌভাগ্যবান ব্যক্তি। তামিলনাড়ুর দলিত সম্প্রদায়ের ৩ হাজার লোকের ইসলাম গ্রহণের ঘোষণা এসেছে ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে। ৫ জানুয়ারি ২০২০ সাল থেকে পুরো গ্রামের লোকেরা ধাপে ধাপে গ্রহণ করবে পবিত্র ধর্ম ইসলাম।

পৃথিবীব্যাপী সব অত্যাচার নির্যাতনের মাঝে বছরজুড়ে ইসলাম ও মুসলমানদের রয়েছ সাফল্য। ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দেশ ও জাতিতে ইসলাম গ্রহণের ধারাবাহিকতা অন্যান্য বছরের তুলনায় বেড়ে চলেছে। ২০১৯ সালে বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র মসজিদ আল-আকসায় এসে ২৪০ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন।

২৪০ জনের মধ্যে অধিকাংশ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনের সর্বোচ্চ ওলামা পরিষদ এসোসিয়েশন অফ ইসলামিক স্কলারস-এর চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরির বরাতে আল-আকসা গণমাধ্যমে এই কথা জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়