নিজস্ব প্রতিবেদক : চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এটি বিপিএলের সপ্তম আসর। বিশ্বের অন্যতম এই ফ্র্যাঞ্চাইজি লিগের সপ্তম আসরে এক মাইলফলক স্পর্শ করলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি। এর আগে এই ক্লাবে ছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
শুক্রবার (৩ জানুয়ারি) সিলেটে বঙ্গবন্ধু বিপিএলের ৩১তম ম্যাচে ঢাকার প্লাটুনের বিপক্ষে ১ রান করার পরেই এই ক্লাবে ঢুকে গেলেন মুশফিক। এ ম্যাচে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন মুশি।
এই ম্যাচে নামার আগে বিপিএলে মুশফিকের ব্যাটিং পরিসংখ্যান ছিলো- ৭৮ ম্যাচের ৭৪ ইনিংসে ১৯৯৯ রান। তাই দুই হাজার রান থেকে ১ রান দূরে ছিলেন তিনি। গতকাল সেই মাইলফলক স্পর্শ করেন জাতীয় দলের অন্যতম সেরা সদস্য। ফলে বিপিএলে ৭৯ ম্যাচের ৭৫ ইনিংসে ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২০৬৩ রানের মালিক এখন মুশফিক।
মুশফিকের আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ২১৪৩ রান করেছেন তিনি।
মুশফিকের পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৮ ম্যাচে ৭৪ ইনিংসে ১৬৯৫ রান করেছেন তিনি। চতুর্থ স্থানে আছেন ইমরুল কায়েস। ৭৬ ম্যাচে ৭৫ ইনিংসে তার সংগ্রহ ১৬২১ রান। পঞ্চম স্থানে রয়েছেন সাব্বির রহমান। সবচেয়ে বেশি ৮৩ ম্যাচে ৭৫ ইনিংস খেলে ১৫৩৯ রান সংগ্রহ করেছেন তিনি।