শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার চুল, নাম বাংলাদেশেরও

আন্তর্জাতিক ডেস্ক: চীনে পাচার হওয়ার পথে বিপুল পরিমাণ মানুষের চুল আটক করেছে ভারতীয় শুল্ক দফতর। এর মূল্য লক্ষাধিক টাকা বলে জানানো হয়েছে। মিয়ানমার হয়ে এসব চুলের গন্তব্য চীন ছিল বলে জানতে পেরেছেন দেশটির শুল্ক গোয়েন্দারা। এর পেছনে বড় কোনো চক্র রয়েছে বলেও নিশ্চিত হয়েছে তারা।

তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। ট্রান্সপোর্ট বুক করে এই সামগ্রী পাঠানো হচ্ছিল, যাতে চোরাকারবারে যুক্তদের ধরা না যায়।

ভারতে মানুষের চুলের চোরাচালান বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সরব হন চুল রফতানিতে জড়িত ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, চোরাকারবার বেড়ে যাওয়ায় তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। চোরাপথে কলকাতা হয়ে তা চীনে যাচ্ছে। এমনকী বাংলাদেশ থেকেও কাঁচামাল আসছে। মূলত মিয়ানমার সীমান্ত দিয়েই এই কারবার চলছে।

এরপর বাংলাদেশ সীমান্ত ও উত্তর পূর্ব ভারতের পথের বাস-ট্রেনগুলোতে বিশেষ নজরদারি শুরু হয়।

তদন্তে উঠে আসছে, বিভিন্ন জায়গা থেকে মানুষের চুল সংগ্রহ করে তা জমা করা হয় কলকাতায়। সেখানে তা প্যাকেজিং করা হয়। এরপর তা পাঠানো হয় উত্তর-পূর্ব ভারতে। এরপর আসাম বা মিজোরাম হয়ে তা যায় মিয়ানমারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়