শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার চুল, নাম বাংলাদেশেরও

আন্তর্জাতিক ডেস্ক: চীনে পাচার হওয়ার পথে বিপুল পরিমাণ মানুষের চুল আটক করেছে ভারতীয় শুল্ক দফতর। এর মূল্য লক্ষাধিক টাকা বলে জানানো হয়েছে। মিয়ানমার হয়ে এসব চুলের গন্তব্য চীন ছিল বলে জানতে পেরেছেন দেশটির শুল্ক গোয়েন্দারা। এর পেছনে বড় কোনো চক্র রয়েছে বলেও নিশ্চিত হয়েছে তারা।

তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। ট্রান্সপোর্ট বুক করে এই সামগ্রী পাঠানো হচ্ছিল, যাতে চোরাকারবারে যুক্তদের ধরা না যায়।

ভারতে মানুষের চুলের চোরাচালান বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সরব হন চুল রফতানিতে জড়িত ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, চোরাকারবার বেড়ে যাওয়ায় তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। চোরাপথে কলকাতা হয়ে তা চীনে যাচ্ছে। এমনকী বাংলাদেশ থেকেও কাঁচামাল আসছে। মূলত মিয়ানমার সীমান্ত দিয়েই এই কারবার চলছে।

এরপর বাংলাদেশ সীমান্ত ও উত্তর পূর্ব ভারতের পথের বাস-ট্রেনগুলোতে বিশেষ নজরদারি শুরু হয়।

তদন্তে উঠে আসছে, বিভিন্ন জায়গা থেকে মানুষের চুল সংগ্রহ করে তা জমা করা হয় কলকাতায়। সেখানে তা প্যাকেজিং করা হয়। এরপর তা পাঠানো হয় উত্তর-পূর্ব ভারতে। এরপর আসাম বা মিজোরাম হয়ে তা যায় মিয়ানমারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়