শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতজনিত রোগে হাসপাতালে শিশু রোগীর চাপ বেশি

মাসুদ আলম: শীতের শুরু থেকেই রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। তাই বিশেষায়িত হাসপাতালে তাদের ভিড় বাড়ছেই। চিকিৎসকরা বলছেন, আগের বছরের চেয়ে এবার ঢাকার রোগীর সংখ্যা বেশি।

শীতজনিত যেকোনো সমস্যায় প্রথম থেকেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শীতের হিমেল হাওয়া, বাতাসে মিশছে ধূলিকণা। রাজধানীতে আবহাওয়ার এমন পরিবর্তনের প্রভাব পড়েছে, শিশু স্বাস্থ্যে। সর্দিজ্বরসহ ঠাণ্ডাজনিত নানা সমস্যায় ভুগছে তারা। তাই ভিড় বেড়েছে, হাসপাতালগুলোতে। গত দুই সপ্তাহ থেকেই বাড়তি রোগীর এই চাপ। বিশেষায়িত শিশু হাসপাতালে ভিড়ও তাই বেশি। শীতে ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ে, কয়েকগুণ। তবে আতঙ্কিত না হয়ে শুরু থেকেই যথাযথ চিকিৎসার কথা বলেন তারা।

ঢাকা শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ফরিদ আহমেদ জানান, বছরের অন্য সময়ের তুলনায় শীতকালে হাসপাতালের বহির্বিভাগে শিশু রোগীর সংখ্যা বাড়ে। গত কয়েক বছরের তুলনায়, এবার ঢাকার রোগীর সংখ্যা বেড়েছে। যাদের বেশিরভাগই শ্বাসনালীর প্রদাহ ও ভাইরাসে আক্রান্ত । সাথে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যাও। শীতকালে প্রয়োজন ছাড়া শিশুদের ঘরের বাইরে না নেয়ার পরামর্শও বিশেষজ্ঞদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়