শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতভর কনকনে শীত উপেক্ষা করে দিল্লির শাহীনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নারীরা

মশিউর অর্ণব : জমকালো আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে সারা বিশ্ব। ভারতের রাজধানী দিল্লিও পিছিয়ে ছিলো না এই আয়োজনে। তবে এবার এখানে উৎসবের রংটা ছিলো ভিন্ন রকম। এখানে ছিলো না আতশবাজির ঝলকানি কিংবা ডিজের মূর্চ্ছনা, ছিলো কেবল স্লোগান। এনডিটিভি

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে কনকনে ঠান্ডা উপেক্ষা করে ও নিজেদের বর্ষবরণের আনন্দকে জলাঞ্জলি দিয়ে দিল্লির শাহীনবাগ ও ইন্ডিয়াগেটে কয়েকশো বিক্ষোভকারী মঙ্গলবার সারারাত ধরে বিক্ষোভ চালিয়ে গেছেন। এই বিক্ষোভের নেতৃত্বে যারা ছিলেন তাদের অধিকাংশই নারী। ঠিক রাত ১২টায় পতাকা হাতে সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে বিক্ষোভের সূচনা করেন তারা। সায়মা নামে এক বিক্ষোভকারী বলেন, ‘এদেশে আমার সন্তানদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছিনা। একজন মা হিসেবে তাদের ভবিষ্যৎ সুরক্ষায় আমি ঘরে ছেড়ে বাইরে এসেছি।

এটা কেবল টিকে থাকার লড়াই না, বরং সংবিধান রক্ষারও লড়াই।’ নিজের এক বছরের বাচ্চাকে কোলে নিয়ে বিক্ষোভে আসা জামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বলেন, ‘জামিয়ায় কখনও ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য শেখানো হয়নি আমাদের। নাগরিকত্ব আইন চাপিয়ে দিয়ে আমাদের ওপর বৈষম্য করছে সরকার। গল্পে, কবিতায়, গানে আর স্লোগানে সারারাত ধরে সেটিরই প্রতিবাদ করছি আমরা।’ আসমা খাতুন নামে একজন বদ্ধা বলেন, ‘আমি আমার সর্বশেষ সাত পূর্বপুরুষের নাম বলতে পারবো, তারা এখানেই বসবাস করেছেন। আজ যারা আমাকে নথি দেখাতে বলছেন, তারা কি তাদের পূর্বপুরুষদের নাম বলতে পারবেন?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়