শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুলসহ বিএনপির ২৩ নেতার আগাম জামিন

নূর মোহাম্মদ: সুপ্রিম কোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৩ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

জামিন পাওয়া অপর নেতারা হলেন মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, খন্দকার আবু আশফাক, নিপুন রায় চৌধুরী, শাহ আবু জাফর, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ। ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ২৩ জনের আগাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচারপতি মো জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজউদ্দিন খান এবং বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এ জামিন দেন।
এর আগে খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন ১১ ডিসেম্বর বিকেলে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এর পর রাতেই বিএনপির ১৩৫ জনকে আসামি করে শাহবাগ থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ। দুই মামলার একটিতে আসামির সংখ্যা ৭০ এবং আরেকটিতে ৬৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়