শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের সম্মেলনের খাবারে মোরগ-পোলাও-ডিম

আমার সংবাদ : আগামী ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। সম্মেলনে দলের প্রতিনিধিদের মধ্যে সভানেত্রী শেখ হাসিনার দেড়শো আলোকচিত্র সম্বলিত একটি অ্যালবাম বিতরণ করা হবে।

সম্মেলনে সারাদেশ থেকে আসা নেতা-কর্মীদের খাবার ও উপহারের জন্য কাজ করে যাচ্ছে খাদ্য উপকমিটি এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

এ বিষয়ে খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গণমাধ্যমকে বলেন, সম্মেলনের প্রথম দিন ২০ ডিসেম্বর ৪৫ হাজার নেতা-কর্মীর দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। খাবারের ব্যাগে মোরগ-পোলাওয়ের সাথে একটি করে ডিম ছাড়াও ফিন্নি ও একটি পানির বোতল দেয়া হবে।

দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, সম্মেলনের প্রতিনিধিদের মধ্যে ২৫ হাজার পাটের ব্যাগ বিতরণ করা হবে। প্রতিটি ব্যাগে আওয়ামী লীগের ইতিহাস সম্বলিত স্মরণিকা, শোকপ্রস্তাব, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষণ এবং গঠনতন্ত্র ও ঘোষণাপত্র থাকবে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্রের একটি পকেটবুক, আওয়ামী লীগের উন্নয়ন ও বিএনপি-জামায়েতের নেতিবাচক রাজনীতির দুটি ডিভিডি, দুটি চকলেট ও একটি পানির বোতল ওই ব্যাগে থাকবে। এবারে জাতীয় সম্মেলন সফল করতে গঠিত ১১টি উপ-কমিটির নেতারা কাজ করে যাচ্ছেন।

এদিকে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সফল করতে ব্যস্ত সময় পার করছেন দলটির দায়িত্বশীল নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়