শিরোনাম
◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ ◈ বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের সম্মেলনের খাবারে মোরগ-পোলাও-ডিম

আমার সংবাদ : আগামী ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। সম্মেলনে দলের প্রতিনিধিদের মধ্যে সভানেত্রী শেখ হাসিনার দেড়শো আলোকচিত্র সম্বলিত একটি অ্যালবাম বিতরণ করা হবে।

সম্মেলনে সারাদেশ থেকে আসা নেতা-কর্মীদের খাবার ও উপহারের জন্য কাজ করে যাচ্ছে খাদ্য উপকমিটি এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

এ বিষয়ে খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গণমাধ্যমকে বলেন, সম্মেলনের প্রথম দিন ২০ ডিসেম্বর ৪৫ হাজার নেতা-কর্মীর দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। খাবারের ব্যাগে মোরগ-পোলাওয়ের সাথে একটি করে ডিম ছাড়াও ফিন্নি ও একটি পানির বোতল দেয়া হবে।

দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, সম্মেলনের প্রতিনিধিদের মধ্যে ২৫ হাজার পাটের ব্যাগ বিতরণ করা হবে। প্রতিটি ব্যাগে আওয়ামী লীগের ইতিহাস সম্বলিত স্মরণিকা, শোকপ্রস্তাব, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষণ এবং গঠনতন্ত্র ও ঘোষণাপত্র থাকবে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্রের একটি পকেটবুক, আওয়ামী লীগের উন্নয়ন ও বিএনপি-জামায়েতের নেতিবাচক রাজনীতির দুটি ডিভিডি, দুটি চকলেট ও একটি পানির বোতল ওই ব্যাগে থাকবে। এবারে জাতীয় সম্মেলন সফল করতে গঠিত ১১টি উপ-কমিটির নেতারা কাজ করে যাচ্ছেন।

এদিকে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সফল করতে ব্যস্ত সময় পার করছেন দলটির দায়িত্বশীল নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়