শিরোনাম
◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মত প্রকাশের স্বাধীনতা না থাকার কারণেই অপরাধমূলক কার্যক্রম হচ্ছে : শাহদীন মালিক

ডেস্ক রিপোর্ট  : বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, মুক্ত সমাজ না থাকলে, অপরাধ বাড়বেই। এখন তাই হচ্ছে। স্বাধীনতা যত কম থাকবে, অত্যাচার তত বাড়বে, যেটি এখন আমাদের সমাজে হচ্ছে। তিনি বলেন, সমস্যা কি সেটি বুঝছি, কি সমাধান ,বা সংকট উত্তরনের উপায় কি জানি না, বলতে পারছি না।

বিশিষ্ট এ আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, সকল ক্ষেত্রে যার যে দায়িত্ব, তা থেকে দূরে সরে গিয়ে সবাই রাজনৈতিক মতাদর্শের সমর্থক হয়ে গেছেন। কেউ বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক মতাদর্শের বয়ান দিচ্ছেন, আবার কেউ সাবেক ক্ষমতাসীনদের রাজনৈতিক মতাদর্শকে তুলে ধরছেন। সবাই এটাতেই মেতে গেছি। কেউই তার সঠিক কাজটি করতে আগ্রহী হচ্ছে না। এ অবস্থা বেশী দিন চলতে থাকলে, সমাজ ও দেশকে শংকায়িত করে।

 

তিনি বলেন, ভাবমূর্তি বা ইজ্জত নিয়েও এখন সবার চিন্তা। কিন্তু ভাবমূর্তিও এখন আইনের ধারায় নিয়ন্ত্রিত হচ্ছে। এর ফলে আমরা সামন্ত যুগের দিকেই যাচ্ছি। এটি আমাদের আরো শংকায়িত করছে। তিনি বলেন, এর সমাধান কি বলতে পারছি না।

শনিবার সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘শিক্ষাঙ্গনের স্বাধীনতার পক্ষে দাড়ান’শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের উচ্চ শিক্ষাঙ্গনে র‌্যাগিং, গণ রুমের নির্যাতন হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায়। মুক্ত ও স্বাধীন চিন্তার সুযোগ এবং মত প্রকাশের স্বাধীনতা না থাকার কারণেই অপরাধমূলক কার্যক্রম হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা দায়িত্বে ছিলেন আরেক বিশিষ্ট আইনজীবী সি আর আবরার। আলোচনায় অংশ নেন ড. সারা হোসেন, হাসনাত আবদুল কাইয়ুম, খ্যাতিমান ফটো সাংবাদিক শহীদুল আলম, প্রাথমিক শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনাটি আয়োজক হচ্ছে ‘ ল লাইফ কালচার নামের একটি সংগঠন এবং তাদের সহযোগিত ছিল আরো দু’টি সংগঠন ইয়ুথ ফর হিউম্যান রাইটস ও এ্যালমনাই এসোসিয়েশন ফর ইউনির্ভাসি অব সিডনী। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাক ইউনির্ভাসিটির শিক্ষক সাইমুম রেজা তালুকদার।

উৎসঃ নয়াদিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়