মৌরী সিদ্দিকা : উত্তর প্রদেশের ফতেপুর গ্রামে গতকাল শনিবার ওই কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তারই পরিচিত একজন। এর কয়েকদিন আগে উন্নাও জেলায় একইভাবে ধর্ষণের পর আরেক কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়। এনডিটিভি
হাসপাতাল সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের ওই মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে যাওয়া তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেয়ার সম সে জানায়, আমি বাসায় একা থাকাকালীন আমাকে ধর্ষণ করা হয় এবং এরপর গায়ে আগুন দেয়া হয়।
এ প্রসঙ্গে লালা লাজপাত রাই হাসপাতালের মেডিকেল অফিসার অণুরাগ রাজোরিয়া বলেন, ভুক্তভোগী অক্সিজেন সাপোর্টে। তাকে ছোট একটি অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। একটু স্থিতিশীল হলে তাকে ওয়ার্ডে নেয়া হবে।
এ ব্যাপারে ওই কিশোরীর বাবা অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই কিশোরীর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক ছিলো এবং পঞ্চায়েত তাদের বিয়ে না হওয়া পর্যন্ত আলাদা থাকতে বলেছিলো। সম্পাদনা : মাজহারুল ইসলাম