সুজন কৈরী : খুলনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্ততারকৃতরা হলো- মো. রাজা মিয়া ওরফে নুর আলম (৩১), মো. আজেকুল ইসলাম (২৪), মো. আহসান উল্লাহ ওরফে নীরব (২৭) ও আব্দুল হামিদ ওরফে হামিদ (৩৫)।
বৃহস্পতিবার এটিইউর এসপি (সাইবার ক্রাইম এন্ড সিকিউরিটি) মো. মাহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও জনসাধারণের জানমালের ক্ষতি করতে খুলনা সদরের দিলখোলা রোডের ৯/২ নম্বরস্থ পাঁচ তলা ভবনের নিচতলায় গোপন মিটিং করছিলো। বিষয়টি জানতে পেরে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকৈ ৪টি মোবাইল ফোনসেট ও বিভিন্ন ধরণের জিহাদী বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। মাহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য প্রযুক্তির ব্যবহার করে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।