স্পোর্টস ডেস্ক : রশিদ খানকে সরিয়ে আবারো আফগানিস্তান দলের দায়িত্ব ফিরিয়ে দেয়া হয়েছে আসগর আফগানের কাঁধে। আসগরের অধীনে জাতীয় দলে খেলবেন না গুলবাদিন নাইব। সেই সাথে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) হুমকিও দিয়েছেন এ আফগান ক্রিকেটার। খবর : ক্রিকটাইম
বিশ্বকাপের ঠিক আগে আসগরকে সরিয়ে আফগানিস্তান দলের দায়িত্ব দেয়া হয় গুলবাদিন নাইবের কাঁধে। এসিবির এমন সিদ্ধান্তের বিরোধিতা করেন দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। বিশ্বকাপের ব্যর্থতার পর নাইবকে সরিয়ে তিন ফরম্যাটেই দায়িত্ব দেয়া হয় রশিদ খানকে। দায়িত্ব নেয়ার কয়েকমাস পরে আবারো নেতৃত্বে পরিবর্তন এনেছে এসিবি।
আবারো আসগরের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে এসিবি। তবে এমন সিদ্ধান্তে চটেছেন নাইব। আসগর জাতীয় দলের নেতৃত্বে থাকলে কখনো জাতীয় দলের জার্সি গায়ে খেলবে না জানিয়েছেন নাইব। এবার টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই সাথে হুমকিও দিয়েছেন তিনি।
‘এমন বিশ্বাসঘাতকতার ব্যাপারে কিছু করা হয়েছে? জনস্বার্থে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে আমি সবার সামনেই প্রতিটি সরকারি প্রতিনিধি থেকে বোর্ড সদস্য, ক্রিকেটার, সাবেক বোর্ড কর্মকর্তা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করব। সঙ্গেই থাকুন।’
তিনি আরও যোগ করেন, ‘অনেকেই জিজ্ঞেস করতে পারেন, এই মাফিয়া চক্রের বিপক্ষে আমি আগে মুখ খুলিনি কেন? আমাকে সরিয়ে দিয়ে ক্রিকেট দলের সমস্যা খুঁজে বের করে তাৎক্ষণিক পরিবর্তন এবং এই চক্রকে নিষিদ্ধ করার ওয়াদা করেছিল কর্তৃপক্ষ।’
বিশ্বকাপের পর নাইব অভিযোগ করেছিলেন দলের ক্রিকেটাররা তাদের সেরাটা দিয়ে খেলছে না। ইচ্ছে করেই বিশ্বকাপে খারাপ করেছে ক্রিকেটাররা।