এস এম নূর মোহাম্মদ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি শুরু। বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিট রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য ১২ নম্বর ক্রমিকে রাখা হয়।
এদিকে খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি গেইটেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আর তল্লাশির পর পরিচয় নিশ্চিত না হয়ে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এর আগে গত বৃহস্পতিবার জামিন শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগে দফায় দফায় হট্টগোল করে বিএনপির আইনজীবীরা। যার কারণে বিচারকাজ বিঘ্নিত হয়। তাই ওই ঘটনা যাতে আবারো না ঘটে সে জন্য প্রধান বিচারপতির এজলাসে গত মঙ্গলবার ৮টি সিসি ক্যামেরা বসানো হয়।