মাসুদা ভাট্টি : ভারত রাষ্ট্রটির প্রতি সবচেয়ে বড় আস্থার জায়গাটি ছিলো এটাই যে, এই রাষ্ট্র বহুত্ববাদকে বহুমাত্রিক করে তুলেছিলো এবং নাগরিকের জন্য একটি সংবিধান প্রণয়ন করেছিলো অধিকার সুরক্ষায়, যা বর্ণ-ধর্ম-জাতি নিরপেক্ষ। কিন্তু চোখের সামনে ভারত সেই অবস্থান থেকে সরে গিয়ে এক ভয়ংকর উদাহরণ তৈরি করছে ধর্মবাদের, সহিংসতার, আস্থাহীনতার এবং হিংসাত্মক রাজনীতির। এমতাবস্থায় ভারতে ও ভারতের বাইরে ভারতীয় ঐতিহ্যের প্রতি বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে। পৃথিবী এগোচ্ছে নাকি পেছাচ্ছে সে প্রশ্ন এখন ভারত রাষ্ট্র আমাদের সামনে মুখ্য করে তুলছে।
তবে ভারতের অন্তর্নিহিত এক শক্তি সবসময় এই ভূখ-কে মুক্ত রেখেছে উগ্রবাদ, সহিংসতা ও ধর্মান্ধতা থেকে। রাজনীতির খেলায় ভারত এসব নেতিবাচক ভয়ংকরের কাছে হার মানবে বলে প্রত্যয় হয় না যদিও এটা আমার মতো অনেকের আশা মাত্র, বাস্তবের সঙ্গে এর কোনোই মিল নেই। না হলে নারীর জন্য ভারত এতো ভয়াবহ অনিরাপদ রাষ্ট্র হয়ে উঠবে সেটাই বা কে ভেবেছিলো? যেখানে দেবী মহিমার কীর্তন হয় অহরাত্রি? সামনে কতো প্রগাঢ় অন্ধকার ভারতের উদারবাদীদের জন্য অপেক্ষা করছে কে জানে? লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের নতুন সময়