শিরোনাম
◈ লিগে অংশ না নি‌লে বর্জনের ডাক দেয়া ক্লাবদের বিরু‌দ্ধে কঠোর শাস্তির ঘোষণা বিসিবির ◈ মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ রাজনৈতিক সমঝোতার রেফারি কে? গণভোট ইস্যুতে নতুন বিতর্ক ◈ সাগরের বুকে পুটনী দ্বীপ, এ যেন এক নতুন ভূখন্ড পেল বাংলাদেশ!(ভিডিও) ◈ চীনের কাছ থেকে ভয়ংকর এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্য ◈ গাজীপুরের ৪টি আসনে ধানের শীষের টিকিট পেলেন যারা ◈ বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েট নেতার নাম ◈ জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা ◈ শিগগিরই এনসিপির প্রার্থী ঘোষণা, শীর্ষ নেতারা লড়তে পারেন যেসব আসন থেকে ◈ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ–বিজিবি–আনসার সদস্যরা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে কাফনের কাপড় পরে যুবদলের বিক্ষোভ

শাহানুজ্জামান টিটু : পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাদা কাপড় পরে এই বিক্ষোভ মিছিল করে। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে এই মিছিল বের করে। তাদের প্রত্যেকের বুকে সাদা কাপড়ে লেখা ছিলো দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই।

বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিনের শুনানি ফের শুরু হবে। এলক্ষ্যে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে আসছে। ইতিমধ্যে দুই দফায় দেশব্যাপি বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া প্রায় নিয়মিতভাবে রাজধানীতে মশাল মিছিল করছে ছাত্রদল।
খালেদা জিয়ার জামিন না হলে বিএনপির পক্ষ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়েছে।

মিছিল থেকে যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে, জামিন নিয়ে টালবাহানা চলবে না চলবে না, খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও।

মিছিল শুরুর আগে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল বলেন, বর্তমান সরকার গত দুবছর যাবত বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিশ্বঃর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার পরও এ সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে তাকে মুক্তি দিচ্ছে না। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করলে দেশের জনগণ তা মেনে নিবে না। মিছিলে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবদল পল্টন থানার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসাইন, লিয়ন হক, তানিম আহমেদসহ প্রায় শতাধিক নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়