শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম-সিলেটের ম্যাচ দিয়ে বিপিএলে ব্যাট-বলের লড়াই শুরু বুধবার

শফিক ইসলাম : আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। দ্বিতীয় ম্যাচে লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলে এসেছে নানা বৈচিত্র। প্রথমত বিপিএলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তাছাড়া এবারের বিপিএলে থাকছে না কোন ফ্রাঞ্চাইজি।

বিসিবি’র ব্যবস্থাপনায় এবারের টুর্নামেন্টের সাতটি দল হলো- ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এরইমধ্যে দেশি-বিদেশি নামীদামী শিল্পীদের অংশগ্রহনে বিপিএলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে খেলা হবে এবারের বিপিএল। বিপিএলের মোট ম্যাচের সংখ্যা ৪৬টি। যার দুটি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ মোট ২৮টি ম্যাচ হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ৬টি ম্যাচ।

উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের খেলা চলবে ১১ থেকে ১৪ ডিসেম্বর। এরপর দুইদিন বিরতির পর ১৭ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় পর্যায়ে খেলা হবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মাঝে অবশ্য ২৯ তারিখ খেলা নেই। নতুন বছরের ২ থেকে ৪ জানুয়ারি- তিন দিন খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

৭ জানুয়ারি থেকে আবার খেলা হবে ঢাকায়। ১১ জানুয়ারি পর্যন্ত হবে বিপিএলের প্রথম পর্বের খেলা। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে ১৩ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৫ জানুয়ারি। ফাইনাল হবে ১৭ জানুয়ারি। এই চার ম্যাচের জন্যই থাকছে একদিন করে রিজার্ভ ডে।

আগের মতোই এবারের বিপিএলে প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। তবে শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। সপ্তাহের অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১২টা ৩০মিনিট। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে।

এবারের বিপিএলের টিকেটের সর্বনিন্ম মূল্য নির্ধারণ করা হয়েছে- পূর্ব গ্যালারি ২০০ টাকা। উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজ ৫০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা। শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত বিপিএলের প্রথম পর্বের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে।

বিপিএলের টিকেট পাওয়া যাবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন ১ নম্বর ফটক ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের দুটি বুথ ছাড়াও কয়েকটি অনলাইনে। এগুলো হচ্ছে সহজ ডট কম, পে পয়েন্ট ডট কম, ডট বিডি ও গ্যাজেটবাংলা ডট কমে। এবারের বিপিএলেও এক টিকেটে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়