শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসের ক্রিকেটে মেয়েদের পর ছেলেরাও সোনা জিতলো

শিউলী আক্তার : নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। এবার পুরুষ দলের সোনা জয়ের সামনেও ছিলো শ্রীলঙ্কা দল। এই মিশনে টস হেরে আগে ফিল্ডি করে শ্রীলঙ্কাকে ১২২ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জিতে নিলো বাংলাদেশ। এই জয়ে ক্রিকেট ইভেন্টে মেয়েদের পর ছেলেরাও সোনা জিতলো।

পোখারাতে লঙ্কাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই চাপে রেখেছে বাংলাদেশ। দলীয় ৩৬ রানে নিশান মাদুসাকাকে (২২) রান আউটের ফাঁদে ফেলে ফেরান জাকির হাসান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় টাইগাররা। ফলে ১২২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কাদের হয়ে সাম্মু আহসান সর্বোচ্চ রান করেন (২৫)। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তিনটি ও তানভীর ইসলাম দুইটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে সাইফ হাসান ও সৌম্য সরকার ৪৪ রান করেন। সৌম্য ২৭ রান ফিরে গেলে সাইফকে সঙ্গ দিতে নামেন নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৯ রান যোগ করে রান আউটের ফাঁদে পড়ে ফেরেন সাইফ। ৩৩ রান করেছিলেন তিনি। এরপর ব্যক্তিগত ১৯ রান করে প্যাভিলীয়নের পথ ধরেন ইয়াসির আলী। তবে জয় নিয়েই মাঠ ছাড়েন শান্ত। ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়