শিউলী আক্তার : নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। এবার পুরুষ দলের সোনা জয়ের সামনেও ছিলো শ্রীলঙ্কা দল। এই মিশনে টস হেরে আগে ফিল্ডি করে শ্রীলঙ্কাকে ১২২ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জিতে নিলো বাংলাদেশ। এই জয়ে ক্রিকেট ইভেন্টে মেয়েদের পর ছেলেরাও সোনা জিতলো।
পোখারাতে লঙ্কাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই চাপে রেখেছে বাংলাদেশ। দলীয় ৩৬ রানে নিশান মাদুসাকাকে (২২) রান আউটের ফাঁদে ফেলে ফেরান জাকির হাসান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় টাইগাররা। ফলে ১২২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কাদের হয়ে সাম্মু আহসান সর্বোচ্চ রান করেন (২৫)। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তিনটি ও তানভীর ইসলাম দুইটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে সাইফ হাসান ও সৌম্য সরকার ৪৪ রান করেন। সৌম্য ২৭ রান ফিরে গেলে সাইফকে সঙ্গ দিতে নামেন নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৯ রান যোগ করে রান আউটের ফাঁদে পড়ে ফেরেন সাইফ। ৩৩ রান করেছিলেন তিনি। এরপর ব্যক্তিগত ১৯ রান করে প্যাভিলীয়নের পথ ধরেন ইয়াসির আলী। তবে জয় নিয়েই মাঠ ছাড়েন শান্ত। ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি।