শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সাংবাদিক পরিচয়ধারী তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

সুজন কৈরী : ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি মারার পিএইচডি স্টুডেন্ট/রিসার্চএসিস্ট্যান্টের চুরি হওয়া পার্স, ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেন্টিগেশনের শুটিং ইনভেস্টিগেশন টিম। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিন চোরকে।

রোববার শুটিং ইনভেস্টিগেশন টিমের এডিসি আশরাফউল্লাহ বলেন, শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটিতে ১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ক্রিমিনোলজি-২০১৯ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া থেকে গত ৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা এবং একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্রী ও রিসার্চ এসিস্ট্যাণ্ট সালওয়া বিনতে জুলকাফলিল। এরপর তারা শনিবার সকালে অনুষ্ঠিত কনফারেন্সে যোগ দেন এবং বক্তব্য রাখেন। কিন্তু অনুষ্ঠান চলাকালে সকাল থেকে বিকেলে মধ্যে কোনো এক সময় আমন্ত্রিত অতিথি সালওয়া বিনতের ব্যক্তিগত পার্সটি চুরি হয়ে যায়। পরে খোঁজাখুজি করে না পেয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটি কর্তৃপক্ষের সহযোগীতায় বাড্ডা থানায় যান এবং তাদের মনোনিত ব্যক্তি মো. রাশিদ আল মাহমুদ বাদি হয়ে একটি চুরির মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে তিন চোরকে সনাক্ত করা হয়। এরপর রোববার বিকেলে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে মো. খায়রুল আলম খান (৫৪), কালি শঙ্কও মুন্সি (৪৯) ও মো. জাহাঙ্গির আলম ওরফে সোবান (৫৫) নামের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মালয়েশিয়ান নাগরিকের চুরি হওয়া পার্স এবং তাতে থাকা ১৬ হাজার ৪০০ টাকা, ৬ টি ডেবিট-ক্রেডিট কার্ড, একটি মালয়েশিয়ান আইসি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভিজিটিং কার্ড, টোল কার্ড ও হেলথ ইন্সুরেন্স কার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আশরাফউল্লাহ বলেন, তারা বিভিন্ন কনফারেন্স, ওয়ার্কশপসহ বিভিন্ন অনুষ্ঠানে এবং মানববন্ধনে সাংবাদিক পরিচয়ে অংশ নেন। একপর্যায়ে সুযোগ বুঝে নগদ টাকা, মানিব্যাগ ও পার্সসহ মূল্যবান জিনিসপত্র চুরি করেন। পরে তা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন। গত দেড় থেকে দুই বছর ধরে তারা এমন কাজ করছেন। গ্রেপ্তার জাহাঙ্গীরের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে সাপ্তাহিত যুগ যুগান্তর ও কালী শঙ্করের কাছ থেকে গার্ডিয়ান বিডি নিউজের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া অটক খায়রুল আলমএকসময় খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলে কাজ করতেন বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়