মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ৭০ হাজার ৬শ’ মার্কিন ডলারসহ পারভেজ মিয়া ও শওকত আলী নামে ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬২ লাখ টাকার সমান।
শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলাধীন বাগমারা এলাকায় কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা গড়াই পরিবহনের একটি বাসে তল্লাশি করে পারভেজ মিয়া ও শওকত আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে পরিচিত হাফ প্যান্টের ভিতর থেকে উল্লেখিত মার্কিন ডলারগুলো উদ্ধার করা হয়। আটক পারভেজ মিয়া টাঙ্গাইলের কাজীবাড়ী গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে এবং শওকত আলী মানিকগঞ্জের খলিলাবাদ গ্রামের কাদের আলীর ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মুদ্রা পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।