শিরোনাম
◈ ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থীই যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি ◈ ৭০ হাজার ছাড়ালো এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ◈ জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করতে সরকার চালু করল ‘গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম’ ◈ নাজমুল হো‌সেন শান্ত আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ◈ নতুন উপদেষ্টা পরিষদ নিয়ে তথ্য দিলেন সেই ভুয়া এফবিআই কর্মকর্তা (ভিডিও) ◈ আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান, দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: আমীর খসরু ◈ আ.লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করার আহ্বান জানালেন বিএনপি নেতা আলাল (ভিডিও) ◈ ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের ◈ আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, বিভ্রান্তি সৃষ্টিকারীদের থেকে সাবধান থাকতে হবে’ — সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৫ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিয়াম-পরীমনির ‘তুই কি আমার হবি রে’ (ভিডিও)

তন্নীমা আক্তার : চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবির আরো একটি গান প্রকাশ পেয়েছে। আজ রাত ৮টার দিকে সিয়াম ও পরি তাদের নিজস্ব ফেসবুক পেজে গানটি প্রকাশ করে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবির গানের শিরোনাম ‘তুই কি আমার হবি রে’।

কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন এ সময়ের গানের সফল জুটি কনা ও ইমরান। সুমন রহমানের নৃত্য পরিচালনায় এ গানের ভিডিও দৃশ্যের চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার। সম্পাদনা করেছেন ইকবাল কবীর।

চলচ্চিত্রটির পরিচালক চয়নিকা চৌধুরী জানান, পাঁচ দিনে ধারণ করা এ গানের চিত্রধারণ হয়েছে বান্দরবানের নীলগিরি থেকে শুরু করে কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন মনোরম জায়গায়। গানটি নিয়ে শিল্পী কনা বলেন, ‘তুই কি আমার হবি রে’ গানটি গাওয়ার পর থেকে মনে হচ্ছিল শ্রোতারা খুব বেশি পছন্দ করবেন। আমার এ বছর গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের গানের মধ্যে এটি অন্যতম।’ শিল্পী ইমরানেরও একই মন্তব্য।

চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন। ছোট পর্দার সফল নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।  সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে। ১৩ ডিসেম্বর মুক্তি দিতে চান পরিচালক। সিয়াম-পরী ছাড়াও এতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, খালেদ হোসেন সুজন, সীমান্ত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়