নিউজ ডেস্ক : ইউনেস্কো নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৯ নভেম্বর) ইউনেস্কো সদর দপ্তরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদের ২০৮ তম সভায় ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্যে ইলেক্টোরাল গ্রুপ ৪ থেকে সহ সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। চ্যানেল২৪
বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কো-এর নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য। এই নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ হতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথোপিয়া ও মিশর।
বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে আগামী ২ বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ কল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।