শিরোনাম
◈ ভারতে কম দামে ইলিশ রফতানি, বৈদেশিক আয় কমবে ১২০ কোটি টাকা! ◈ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় প্রচারণা হবে: প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভারতীয় ভিসা দেওয়া শুরু হবে : প্রণয় ভার্মা ◈ হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশল ইমরান খান, নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ◈ বাংলাদেশি তরুণ কীভাবে পাকিস্তানে গিয়ে সেনা অভিযানে নিহত হলেন? ◈ ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে ১৫ অ‌ক্টোবর ঢাকায় আস‌ছে ওয়েস্ট ই‌ন্ডিজ ◈ নতুন প্রজ্ঞাপন: বেসরকারি খাতের বৈদেশিক ঋণও থাকবে কেন্দ্রীয় নজরে ◈ জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ২১ চিকিৎসকের সুপারিশ স্থগিত, দুজনের প্রার্থিতা বাতিল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাচোলে এলজিইডি অফিসে জনবল সংকট

জোহরুল ইসলাম : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের কাজ জনবল সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় অফিসের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

নাচোল উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশলীর এই কার্যালয়ে মোট জনবল থাকার কথা ১৯ জন। এর মধ্যে প্রায় ২বছর থেকে হিসাবরক্ষক, হিসাব সহকারী ও দীর্ঘদিন থেকে ইলেকট্রিশিয়ান এবং নিরাপত্তা প্রহরীসহ বেশ কয়েএকজন কর্মকর্তা, কর্মমচারী নেই।

উপজেলা প্রকৌশলী অফিসে হিসাব রক্ষক পদটি একটি গুরুত্বপূর্ণ পদ। কিন্তু এই অফিসে প্রায় দুই বছর ধরে হিসাব রক্ষক নিয়োগ না হওয়ার কারণে ঠিকাদাররা সময় মত তাদের টেন্ডার কাজের বিল পেতে দিনের পর দিন অফিসে ঘুরতে দেখা যায়। বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তির বিলের জন্য গণমাধ্যম কর্মীদের ও অনেক সময় অফিসে ঘুরতে লক্ষ্য করা যায়।

সোমবার সকালে নাচোল এলজিইডি অফিসে গিয়ে দেখা যায়, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম কে তার চেয়ার ছেড়ে হিসাব রক্ষকের চেয়ারে কাজ করতে।

অফিসের কাজ ছাড়াও তাকে বিভিন্ন সময়ে রাস্তার কাজ, ড্রেনের কাজ দেখভাল করতে দেখা যায়। জনবল সংকটের কারণে চলমান উন্নয়ন প্রকল্প, কালর্ভাট, সড়কসহ বিভিন্ন উন্নয় কাজ মনিটরিং করতে হিমসিম ক্ষেতে হচ্ছে অফিসের অন্যান্য কর্মকর্তাদের।

আব্দুল মান্নান নামের একজন ঠিকাদার বলেন, আমি নাচোল উপজেলায় প্রতিবছর প্রায় ৪ থেকে ৫টি রাস্তার কাজ টেন্ডার নিয়ে থাকি। কিন্তু বিলের জন্য অফিসে দিনের পর পর দিন ঘুরতে হয়। আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে নাচোল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে জনবল নিয়োগের জন্য জোর দাবি করছি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো:সাজেদুল ইসলাম বলেন, জনবল সংকট থাকার কারণে আমাদেরকে অফিসে একটু বেশি সময় দিয়ে কাজ করে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করছি।

কিন্তু অফিসে দীর্ঘদিন ধরে হিসাব রক্ষক নিয়োগ না থাকায় সময়মতো কাজ করা যাচ্ছে না। যেহেতু দিন দিন কাজের চাহিদা বাড়ছে। সেহেতু দ্রুত শূন্যপদগুলোতে লোক নিয়োগ করার প্রয়োজন মনে করছি। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়