শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:১১ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ মধ্য রাতে আঘাত হানতে পারে

আসিফ কাজল : বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে বাতাসের শক্তি নিয়ে ধেয়ে আসছে।শনিবার মধ্যরাতের দিকে ঘূর্ণিঝড়টি খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সন্ধ্যায় পয়রা সমুদ্রবন্দর এলাকা থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।এর ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাগরে চলাচল না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।সর্বশেষ দেশের অভ্যন্তরীণ রুটে সকল নৌচলাচল বন্ধ রয়েছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, আমাদের ধারণা ঘূর্ণিঝড় বুলবুলের বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে উপকূলে চলে আসার আগে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।উপকূলে আঘাত হানার বাতাসের গতিবেগ সময় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। তিনি জানান, ঘূর্ণিঝড় সিডরের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৩ কিলোমিটার।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এনামুর রহমান বলেন, এরইমধ্যে সাইক্লোন সেন্টারসহ উপকূলের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়, উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নিয়েছে স্থানীয় প্রশাসন।বরিশালে ২৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।এছাড়াও খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।বরগুনা জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় ৫০৯টি স্থায়ী ও অস্থায়ী সাইক্লোন শেল্টার প্রস্তুত করেছে। পটুয়াখালীতে ৪০৩টি স্থায়ী ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টসহ বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবীরা তৎপর রয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল টিম গঠন করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, রাজধানী ঢাকাসহ দেশেে বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।ওই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়