শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়, শেষ আটে ব্রাজিল

আক্তারুজ্জামান : ব্রাজিলের মাটিতে চলছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ১৮তম আসর। গ্রুপপর্ব ও শেষ ষোলোর লড়াই পেরিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত হয়েছে। বড় দলগুলোর সবাই কোয়ার্টারে উঠলেও বিদায় নিয়েছে লিওনেল মেসির উত্তরসূরীরা। স্বাগতিক ব্রাজিলসহ শেষ আটে উঠেছে ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, ইতালি, মেক্সিকো, প্যারাগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

গতকাল রাতে প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লা আল বাসিলেস্তোর কিশোর দল। অন্যদিকে ঘরের মাঠে সেলেকাওদের কিশোররা দাপট দেখিয়ে চতুর্থ শিরোপা জয়ের পথে এগিয়ে গেছে। একই রাতে চিলিতে ৩-২ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে নেইমারের উত্তরসূরীরা।

দ্বিতীয়পর্বের অন্যান্য ম্যাচে সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী নাইজেরিয়া ৩-১ গোলে হেরেছে নেদারল্যান্ডের কাছে। বড়দের চ্যাম্পিয়ন ফ্রান্স ৪-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ইতালি। জাপানি কিশোরদের ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। অ্যাঙ্গোলার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে দক্ষিণ কোরিয়া। সেনেগালের বিরুদ্ধে ২-১ গোলের জয়ে শেষ আটে পৌঁছেছে স্পেন।

শেষ আটের চারটি ম্যাচের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার। ওইদিন মুখোমুখি হবে নেদারল্যান্ড-প্যারাগুয়ে ও দক্ষিণ কোরিয়া-মেক্সিকো। পরেরদিন মঙ্গলবার স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে এবং ব্রাজিলের বিরুদ্ধে লড়বে ইতালি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়