শিরোনাম
◈ আগামী বাজেটে সর্বজনীন পেনশন স্কিমে আকর্ষণীয় পরিবর্তনের পরিকল্পনা ◈ সরকারকে ইঙ্গিত করে পাকিস্তান প্রেম ছাড়তে বললেন শাহজাহান (ভিডিওসহ) ◈ ম‌্যারা‌ডোনার মৃত্যুরহস্য, চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার ◈ হার্ভার্ডকে আবার ‘শাস্তি’! ২০০ কোটির পর এবার ৪৫ কোটি ডলার আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প প্রশাসন ◈ রণক্ষেত্র কাকরাইল, জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (ভিডিও) ◈ নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিবর্ষণে নিহত মেয়র প্রার্থী (ভিডিও) ◈ কেমিক্যালমুক্ত আম চেনার উপায়! ◈ যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম ◈ জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা, কারাগারে কৃষকলীগ নেতা ◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৯, ১২:৩৬ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০১৯, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশাগ্রস্ত ম্যাক্সওয়েলের পাশে দাঁড়ালেন লিন

রাকিব উদ্দীন : মানসিক অবসাদের কারনে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার এ হতাশার সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন সতীর্থ ক্রিস লিন। অস্ট্রেলিয়ার সব মানুষকে পাশে পাবেন বলেও ম্যাক্সওয়েলকে অবহিত করেন এ ব্যাটসম্যান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়া দলের মনোরোগ বিশেষজ্ঞ মাইকেল লয়েড জানান, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল। মাসখানেক ধরে এই সমস্যা বেশ ভোগাচ্ছিল তাকে।

হতাশা কাটিয়ে উঠতে ম্যাক্সওয়েলকে প্রেষণা দিতে সতীর্থ ক্রিস লিন বলেন, ‘যখন একজন এভাবে যায়, পুরো দল বিষয়টি অনুধাবন করে। তবে আমার মনে হয়, (ম্যাক্সওয়েলের ব্যাপারটা) পুরো অস্ট্রেলিয়া অনুভব করছে। তাকে বুঝতে হবে, অস্ট্রেলিয়ার আড়াই কোটি মানুষ তার পাশে আছে এবং এটাই মূল ব্যাপার। (মানসিক স্বাস্থ্য নিয়ে) আমরা খুব একটা কথা বলি না। তবে সে এটি বুঝতে পেরেছে যে ক্রিকেট এখন তার জন্য নয় আর এ কারণে আমি তাকে নিয়ে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘অনেকেই মনে করে এটা বেশ সহজ ব্যাপার, অস্ট্রেলিয়ার হয়ে খেলা এবং বিশ্বের নানান জায়গায় ভ্রমণ করা। তবে এর পেছনে অনেক কঠিন পরিশ্রম থাকে যেটা মানুষ দেখে না। যে ধরণের মানসিক দৃঢ়তা অনেক ক্রিকেটারকে দেখাতে হয়, সেটা পরের পর্যায়ের।’

‘ম্যাক্সওয়েল তার সমস্যার ব্যাপারে বলায় ক্রিকেটের জন্য ভালো হয়েছে। এর আগেও আমরা অনেককে ক্রিকেট থেকে বিরতি নিতে দেখেছি। যেরকম আমি বললাম, এটা কোন মসৃণ পথ নয়। এটা একটা বিশাল বরফখন্ড, মাঝেমাঝে আমরা কেবল সেটার উপরের অংশটাই দেখি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়