মহসীন কবির : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মতপ্রকাশের কারণে এভাবে পিটিয়ে হত্যা করা সংবিধানের ওপর আঘাত। যে কেউ তার মত প্রকাশ করতেই পারেন। সেজন্য পিটিয়ে কাউকে হত্যা করা জঘন্যতম অপরাধ। যমুনা টিভি ও বাংলানিউজ
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আবরার হত্যার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে ড. কামাল হোসেন বলেন, তদন্ত করে গভীর হতে সত্যিকারের ঘটনা উদ্ঘাটন করতে হবে। এটা কোনো দলীয় বক্তব্য নয়। ১৬ কোটি মানুষের একজন হিসেবে আমি এই দাবি জানাচ্ছি।
আবরার হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চান কিনা এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, বিচার বিভাগীয় হতে পারে সঙ্গে অন্যরাও থাকতে পারেন।