হ্যাপি আক্তার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি পেতে সাধাণ মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য আওয়ামী লীগ সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার জনগণের সেবায় সবসময় সজাগ। ইনডিপেনডেন্ট টেলিভিশন ১১:২০
বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা-যশলদিয়া প্রকল্প, সাভার উপজেলার তেঁতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েল ফিল্ড নির্মাণ (১ম পর্ব) ও সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (গন্ধর্বপুর) প্রকল্পের উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আর্সেনিক মোকাবেলায় প্রকল্প নেয়া হচ্ছে। এছাড়া, রাজধানীতে বিশুদ্ধ পানি নিশ্চিত এবং পানি সংরক্ষণ করা হবে। পানি উৎপাদনে দেশ শতভাগ সফল।
তিনি আরো বলেন, ইউনিয়ন পর্যায়ে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ঢাকার চারপাশে চারটি নদী রয়েছে। তবে দূষণ একটা সমস্যা। আমরা দূষণ প্রতিরোধ এবং নদীগুলোর নাব্য বাড়ানোর চেষ্টা করছি। এসডিজি’র (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) ষষ্ঠ লক্ষ্যমাত্রা ও আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও সবার জন্য সুপেয় পানির কথা বলা হয়েছে। ডেল্টা প্ল্যান ২০৩০-এও এটা আছে। রাজধানীর চারপাশে নতুন জলাধার তৈরি করা হচ্ছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। আর প্রকল্পের তিনটি এলাকায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ ওয়াসার কর্মকর্তারা। সম্পদানা : রাশিদ