শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

এমএ হালিম : বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইরে নির্ধারিত তারিখে মজুরী পরিশোধ না করায় কর্মবিরতী পালন করে বিক্ষোভ করেছে সার্ক নিটওয়্যার লিমিটেড তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা মজুরী পরিশোধের দাবিতে কারখানার কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা কারখানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

কর্মবিরতী পালনকারী বিক্ষোদ্ধ শ্রমিকরা জানায়, সার্ক নিটওয়্যার লিমিটেড পোশাক তৈরী কারখানায় প্রায় সাড়ে নয়’শ শ্রমিক কাজ করে। গত ১০ সেপ্টেম্বর শ্রমিকদের আগষ্ট মাসের মজুরী পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ নানা অজুহাতে পরিশোধ করছেনা। তাই বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে কর্মবিরতী পালন শুরু করে। এরপর কারখানার মালিক বিষয়টি নিয়ে দুপুর নাগাদ কোন সিদ্ধান্ত না দেয়ায় বিক্ষোদ্ধ শ্রমিক কারখানা থেকে বের হয়ে বকেয়া মজুরীর দাবিতে বিরুলিয়া মিরপুর সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদেরকে রাস্তায় উঠতে না দিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে এবং কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শ্রমিকদের মজুরী আদায়ের ব্যাপারে মালিক পক্ষের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়