শিরোনাম
◈ ইরানে যে ৬ উপায়ে হামলা চালাতে পারেন ট্রাম্প ◈ ভোটারের মন জয় করতে তিন দলের ইশতেহারে জোর ◈ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান ◈ বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পরিচালক নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি ◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

এমএ হালিম : বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইরে নির্ধারিত তারিখে মজুরী পরিশোধ না করায় কর্মবিরতী পালন করে বিক্ষোভ করেছে সার্ক নিটওয়্যার লিমিটেড তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা মজুরী পরিশোধের দাবিতে কারখানার কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা কারখানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

কর্মবিরতী পালনকারী বিক্ষোদ্ধ শ্রমিকরা জানায়, সার্ক নিটওয়্যার লিমিটেড পোশাক তৈরী কারখানায় প্রায় সাড়ে নয়’শ শ্রমিক কাজ করে। গত ১০ সেপ্টেম্বর শ্রমিকদের আগষ্ট মাসের মজুরী পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ নানা অজুহাতে পরিশোধ করছেনা। তাই বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে কর্মবিরতী পালন শুরু করে। এরপর কারখানার মালিক বিষয়টি নিয়ে দুপুর নাগাদ কোন সিদ্ধান্ত না দেয়ায় বিক্ষোদ্ধ শ্রমিক কারখানা থেকে বের হয়ে বকেয়া মজুরীর দাবিতে বিরুলিয়া মিরপুর সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদেরকে রাস্তায় উঠতে না দিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে এবং কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শ্রমিকদের মজুরী আদায়ের ব্যাপারে মালিক পক্ষের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়