শিরোনাম
◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

এমএ হালিম : বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইরে নির্ধারিত তারিখে মজুরী পরিশোধ না করায় কর্মবিরতী পালন করে বিক্ষোভ করেছে সার্ক নিটওয়্যার লিমিটেড তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা মজুরী পরিশোধের দাবিতে কারখানার কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা কারখানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

কর্মবিরতী পালনকারী বিক্ষোদ্ধ শ্রমিকরা জানায়, সার্ক নিটওয়্যার লিমিটেড পোশাক তৈরী কারখানায় প্রায় সাড়ে নয়’শ শ্রমিক কাজ করে। গত ১০ সেপ্টেম্বর শ্রমিকদের আগষ্ট মাসের মজুরী পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ নানা অজুহাতে পরিশোধ করছেনা। তাই বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে কর্মবিরতী পালন শুরু করে। এরপর কারখানার মালিক বিষয়টি নিয়ে দুপুর নাগাদ কোন সিদ্ধান্ত না দেয়ায় বিক্ষোদ্ধ শ্রমিক কারখানা থেকে বের হয়ে বকেয়া মজুরীর দাবিতে বিরুলিয়া মিরপুর সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদেরকে রাস্তায় উঠতে না দিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে এবং কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শ্রমিকদের মজুরী আদায়ের ব্যাপারে মালিক পক্ষের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়