শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

এমএ হালিম : বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইরে নির্ধারিত তারিখে মজুরী পরিশোধ না করায় কর্মবিরতী পালন করে বিক্ষোভ করেছে সার্ক নিটওয়্যার লিমিটেড তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা মজুরী পরিশোধের দাবিতে কারখানার কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা কারখানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

কর্মবিরতী পালনকারী বিক্ষোদ্ধ শ্রমিকরা জানায়, সার্ক নিটওয়্যার লিমিটেড পোশাক তৈরী কারখানায় প্রায় সাড়ে নয়’শ শ্রমিক কাজ করে। গত ১০ সেপ্টেম্বর শ্রমিকদের আগষ্ট মাসের মজুরী পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ নানা অজুহাতে পরিশোধ করছেনা। তাই বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে কর্মবিরতী পালন শুরু করে। এরপর কারখানার মালিক বিষয়টি নিয়ে দুপুর নাগাদ কোন সিদ্ধান্ত না দেয়ায় বিক্ষোদ্ধ শ্রমিক কারখানা থেকে বের হয়ে বকেয়া মজুরীর দাবিতে বিরুলিয়া মিরপুর সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদেরকে রাস্তায় উঠতে না দিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে এবং কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শ্রমিকদের মজুরী আদায়ের ব্যাপারে মালিক পক্ষের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়