শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪২ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ টেস্টের জন্য বাদ পড়ে গেলেন জেসন রয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সর কারণে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিলো ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়ের। কিন্তু সেই টেস্টে কিছুই করতে পারেননি তিনি। তারপরও তাকে সুযোগ দিয়ে অ্যাশেজ টেস্টের প্রথম চার ম্যাচেও রাখা হয়েছিলো। কিন্তু সবগুলো ম্যাচে ব্যাটিং পরিচয়ে ব্যর্থ হয়েছেন। তাই শেষ টেস্টে তাকে আর একাদশে রাখেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অ্যাশেজে চার টেস্ট শেষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য নিয়ে ওভালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। এই টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইসিবি বাঁচা-মরার এই লড়াইয়ে মারকুটে ওপেনার জেসন রয়কে বাদ দিয়েছে ইংলিশরা। বাদ পড়েছেন বোলার ক্রেইগ ওভারটনও। তাদের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার স্যাম কুরান আর ক্রিস ওকস।

ওল্ড ট্রাফোর্ডে খেলতে গিয়ে কাঁধে চোট পান অলরাউন্ডার বেন স্টোকস। তবে শেষ টেস্টেও তিনি খেলবেন। তবে ব্যাটিং করতে পারলেও বোলিং করতে পারবেন না এই অলরাউন্ডার।

ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, জ্যাক লিচ, বেন স্টোকস, ক্রিস ওকস।

প্রসঙ্গত, সাধারণত ম্যাচ শুরুর আগে একাদশ ঘোষণা করা হলেও আয়রাল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ করে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়