শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে মুক্ত হয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন

মহসীন কবির : মানহানি মামলায় বিচারিক আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন । রোববার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন। খবর যমুনা টিভি, চ্যানেল টোয়েন্টি ফোর।

এর আগে ৩ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মানহানির মামলায় মইনুল হোসেনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

গত বছরের ২১ অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন সাংবাদিক ও কলামলেখক মাসুদা ভাট্টি। দণ্ডবিধির ৫০০, ৫০৬ ও ৫০৯ ধারায় মইনুলের বিরুদ্ধে মামলা করেন মাসুদা ভাট্টি। আদালত মাসুদা ভাট্টির মামলাটি আমলে নিয়ে মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ১৬ অক্টোবর মধ্যরাতে বেসরকারি একাত্তর টেলিভিশনের টক শোতে আলোচকদের একজন ছিলেন মাসুদা ভাট্টি। একপর্যায়ে লাইভে যুক্ত হন আইনজীবী মইনুল হোসেন। এ সময় মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা চলছে, আপনি সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে এসে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কি না?’ মইনুল হোসেন এ প্রশ্নের জবাব দেওয়ার একপর্যায়ে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ।

মামলার পর গত বছরের ২২ অক্টোবর মইনুল হোসেন গ্রেপ্তার হন। হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ১৪ জানুয়ারি মইনুল হোসেন মুক্তি পান।

সম্পাদক : রাশিদ ও মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়