শিরোনাম
◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৫৭ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলের জোড়া গোলে ভিল্লারিয়ালের বিরুদ্ধে হার এড়ালো রিয়াল

লা লিগার প্রথম ম্যাচ জয়ের পর আর জিততেই পারছে না রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে ভাল্লাদোলিদের বিরুদ্ধে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো জিনেদিন জিদানের দলকে। রোববার রাতেও ভিল্লারিয়ালের বিরুদ্দে হারতে বসেছিলো রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত গ্যারেথ বেলের জোড়া গোলে ২-২ গোলে ড্র করে মাঠে ছাড়ে রিয়াল।

রক্ষণের দুর্বলতায় ম্যাচের ১২ মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। মাঝমাঠে সের্হিও রামোসের ভুলে বল পেয়ে জেরার্দ মোরেনো এগিয়ে গিয়ে ডিফেন্ডার রাফায়েল ভারানের দুই পায়ের ফাঁক দিয়ে ডি-বক্সে সতীর্থকে পাস দেন। ক্যামেরুনের ফরোয়ার্ড তোকো একাম্বির দুর্বল শট গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আলগা বল সহজেই জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড মোরেনো।

প্রথমার্ধের বিরতির ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে রিয়াল। ডান দিকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দানি কারভাহালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে অনায়াসে লক্ষ্যে পাঠান ওয়েলসের ফরোয়ার্ড বেল।

৭৫তম মিনিটে আবারও গোল খেয়ে বসে রিয়াল। হাভিয়েরের গোলমুখে বাড়ানো বল টোকা দিয়ে ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মোই গোমেস।
৮৬তম মিনিটে হার এড়ানো গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।

কদিন আগেও বেলের রিয়াল ছেড়ে যাওয়া অনেকটা নিশ্চিত ছিলো। কোচ জিদান নিজেও তা জানিয়েছিলেন। ৩০ বছর বয়সী এই উইঙ্গারই ভিয়ারিয়াল ম্যাচে দলের নায়ক। অবশ্য ম্যাচে তার শেষটা হয়েছে হতাশায়। যোগ করা সময়ে দুই মিনিটের মধ্যে দুবার ফাউল করে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেল।
তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়